ভার্চুয়াল এফইএবি দেশীয় পোশাক মেলা শুরু হয়েছে। ঈদুল আজহা সামনে রেখে এই মেলা ১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে।

দেশীয় ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- এফ‌ইএবি’র এ আয়োজনে দেশের নামকরা সবগুলো ফ্যাশন ব্র্যান্ড অংশ নিয়েছে।

মেলা চলছে অনলাইন প্লাটফর্ম ‘স্টেশন বাংলা’র ওয়েব পোর্টাল এবং ফেইসবুক পেইজ এ।

এতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় সব অফার থাকছে। এর মধ্যে রয়েছে সব পণ্যের উপর ১৫ শতাংশ মূল্যছাড় এবং ফ্রি ডেলিভারি। পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ ও নগদ-এর মাধ্যমে দাম পরিশোধ করে ঘরে বসেই নিরাপদে পছন্দের পোশাক কিনতে পারবেন ক্রেতারা।

মেলায় প্রবেশ করতে হলে লগইন করতে হবে: স্টেশন বাংলার ওয়েব পোর্টাল :www.stationbabgla.com এ অথবা যেতে হবে ফেসবুকে এ : http://www.favebook.com/stationbangla

১৫ জুলাই থেকে ১৫ দিন মেলা সারাদিন সবার জন্য উন্মুক্ত থাকছে। মেলার অংশ হিসেবে আলোচনার‌ও আয়োজন রাখা হয়েছে। এতে ‘নতুন বাস্তবতায় দেশীয় পোশাক শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে আলোচনায় উদ্যোক্তাসহ বিশিষ্টজনেরা অংশ নেবেন।

আয়োজকরা আশা করছেন, এই মেলা করোনাভা‌ইরাসের কারণে সৃষ্টি হ‌ওয়া সঙ্কট থেকে দেশীয় পোশাক শিল্পের ঘুরে দাঁড়ানোর পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here