৪৯.৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বাইটডান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং এখন চীনের শীর্ষ ধনী।
৪১ বছর বয়সী ঝাং ইয়েমিং ২০২১ সালে বাইটডান্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে আসেন। তিনি হুরুন চায়না রিচ লিস্ট অনুযায়ী ১৮তম সদস্য যিনি এই খেতাব অর্জন করলেন।
ঝাং ইয়েমিং বোতলজাত পানি কোম্পানির প্রতিষ্ঠাতা, ওয়াটার টাইকুন ঝং শানশানকে পেছনে ফেলে ১ম স্থান অর্জন করেছেন। ঝং ২৪% সম্পদ হারিয়ে তার বর্তমান সম্পদের পরিমাণ ৳৪৭.৯ বিলিয়ন ডলার।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আইনগত ঝামেলা থাকলেও বাইটড্যান্সের বৈশ্বিক রেভিনিউ গেল বছর ৩০% বেড়েছে।
হুরুন চায়না রিচ লিস্ট এর ৩য় স্থানে রয়েছে টেনসেন্ট এর প্রতিষ্ঠাতা পনি মা আর ৪র্থ স্থানে পিডিডি হোল্ডিংস এর প্রতিষ্ঠাতা কলিন হুয়াং।
হুরুন রিপোর্ট এর চেয়ারম্যান রুপার্ট হুগওয়ার্ফ এর মতে, “চীনের অর্থনীতি এবং স্টক মার্কেট এর জন্য ২০২৩ ছিল ভীষণ কঠিন একটা সময়। “
নাটকীয় পতন দেখা যায় চীনের রিয়েল স্টেট সেক্টরে অন্যদিকে হোম ইলেকট্রনিক্স সেক্টরের উত্থান চোখে পড়ার মতন। যেমন- এ বছর শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন তার সম্পদের যোগ করতে পেরেছেন $৫ বিলিয়ন ডলার। সেই সাথে তীব্র প্রতিযোগিতা, চাহিদা ও যোগানের অসামঞ্জস্যতা এবং ট্যারিফ সমস্যার কারণে সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি গুলোও বেশ চ্যালেঞ্জিং বছর পার করেছে।