রংপুর বিসিক অনলাইন উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন জনাব মোঃ রেজাউল আলম সরকার, আঞ্চলিক পরিচালক (উপসচিব),বিসিক,রাজশাহী মহোদয়। অনলাইন মেলা ১৬/০৫/২১ হতে ৩১/০৫/২১ পর্যন্ত ১৫ দিনব্যাপী রংপুর বিসিক উদ্যোক্তা পরিবার ফেসবুক গ্রুপে অনুষ্ঠিত হবে।
মেলায় বিভিন্ন স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য-সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জা-সামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাত করা খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে নিতে এবং তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সারাদেশে মেলা করার উদ্যোগ গ্রহণ করেছে বিসিক।
এই ধরণের মেলা আয়োজনে সরকারের মূল উদ্দেশ্য হলো- ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশের মাধ্যমে দেশে কর্মসংস্থান তৈরি করা। সেই পরিকল্পনা মোতাবেক মেলা আয়োজনের পাশাপাশি সারাদেশে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা। প্রশিক্ষণ গ্রহণকারীরা যাতে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করা হবে দেশব্যাপী বিসিকের সকল কার্যালয় থেকে।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা