উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে বিসিক গাইবান্ধার উদ্যোগে ১৫ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা অনলাইন পণ্য মেলা-২০২১-এর উদ্বোধন হলো আজ। এই অনলাইন পণ্য মেলাটি চলবে আজ ১২ জুলাই থেকে আগামী ২৬ জুলাই ২০২১পর্যন্ত। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে এবার অনলাইনে অনুষ্ঠিত হবে এ-মেলা।

বিসিক জেলা কার্যালয়, গাইবান্ধা কতৃক আয়োজিত ১৫ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা অনলাইন পণ্য মেলা-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মেলার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান জনাব মোঃ মোশতাক হাসান এনডিসি।
তিনি গাইবান্ধার অনলাইন পণ্য মেলার উদ্বোধন কালে বলেন, “এই অনলাইন পণ্য মেলার ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রির যেমন সুযোগ পাবেন তেমনি তাদের পণ্যের প্রচার ও প্রসার পাবে। পাশাপাশি পণ্য বিক্রির সুযোগ তৈরি হওয়ায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। যা কিনা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

আজকের এই ভার্চুয়াল জুম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ আতাউর রহমান সিদ্দিকী, পরিচালক (উপসচিব) প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন, বিসিক, জনাব মোহাম্মদ রেজাউল আলম সরকার, আঞ্চলিক পরিচালক(উপসচিব), আঞ্চলিক কার্যালয়, রাজশাহী। জনাব অখিল চন্দ্র তরফদার, মহাব্যবস্থাপক, বিপণন, বিসিক, জনাব শহিদুল ইসলাম শান্ত, সভাপতি, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, গাইবান্ধা, জনাব প্রতাপ ঘোষ, সভাপতি, বিসিক শিল্পনগরী মালিক সমিতি, গাইবান্ধা।
মেলার স্থান বিসিক উদ্যোক্তা পরিবার ও গাইবান্ধা অনলাইন প্ল্যাটফর্ম।

গাইবান্ধা অঞ্চলের সকল উদ্যোক্তারা বিসিক আয়োজিত অনলাইন পণ্য মেলায় অংশগ্রহণ করতে পারবেন। উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই অনলাইন পণ্য মেলায় অংশগ্রহণ করবে।
এবারে গাইবান্ধা পণ্য মেলায় মোট ৮৩ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। তাদের তৈরি খাদ্যপণ্য, বুটিকস, হ্যান্ডিক্র্যাফট, চামড়াজাত পণ্য, হোম ডেকর, পাট ও পাটজাত পণ্য, জুয়েলারি, ইলেকট্রনিকস ও গৃহস্থালী পণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত ও বিক্রয় করা হচ্ছে।

মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয়, বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ও সেতুবন্ধ তৈরিতে সহায়তা করা এ-মেলার লক্ষ্য। তাছাড়া করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন, পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ এ-মেলার আয়োজনের মূখ্য উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মহোদয় এবং গাইবান্ধা বিসিকের কয়েকজন উদ্যোক্তা স্বাগত বক্তব্য রাখেন। উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, গাইবান্ধার এজিএম জনাব রবীন চন্দ্র রায়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ সাধনের লক্ষ্যে অনলাইন মেলার মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য এ-আয়োজন করা হয়েছে বলে বিসিক কর্তৃপক্ষ মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের জানান।
সেখ মুসফেক -উস -সালেহীন
উদ্যোক্তা বার্তা, ঢাকা