বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বৈশাখী মেলা-১৪৩১’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উক্ত মেলায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আগামী ২৪ থেকে ৩০ বৈশাখ ১৪৩১ (০৭-১৩ মে ২০২৪), ০৭ (সাত)দিন, প্রতিদিন সকাল ০৯.৩০ টা থেকে রাত ০৮.৩০ টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে।
মেলার স্টল সংখ্যা ৭৪টি। স্টল ফি ৪,৯০০ টাকা (বিসিক নিবন্ধিত)/ ৭,০০০ টাকা (বিসিক নিবন্ধনবিহীন) (ভ্যাট ও উৎসে করসহ) ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন’ বরাবর পে-অর্ডার বরাবর প্রেরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৪; দুপুর ৩:৩০ টা।
আবেদন ফর্মের সাথে ০২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র (NID), টিআইএন, ট্রেড লাইসেন্স, বিসিক নিবন্ধন (যদি থাকে) ও পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার জন্য ভিজিট করুন- https://cutt.ly/e8S4qrS।
বিস্তারিত তথ্য, আবেদনপত্র সংগ্ যোগাযোগ করুন: বিপণন বিভাগ, বিসিক ভবন (৭ম তলা), কক্ষ নং ৭০০২, মোবা: ০১৮২৫৩৩৮৬২০ অথবা ০১৭৪৯৩৮৪৪০৭ ।
ডেস্করিপোর্ট
উদ্যোক্তা বার্তা