রাজধানীর ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন – প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ’ শীর্ষক এক আবাসিক কর্মশালা। এটি যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।
শুক্রবার উত্তরায় স্কিটি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি। এতে ২৫ জন বিসিক কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিসিক সচিব মফিদুল ইসলাম, স্কিটি অধ্যক্ষ শফিকুল আলম, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ও কর্মশালার পরিচালক প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট আব্দুল ওয়াদুদ। ২ মে পর্যন্ত কর্মশালাটি চলবে।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা