বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ২৩ জুলাই ২০২০ তারিখ বৃহস্পতিবার বিসিক বোর্ড রুমে বিসিক চেয়ারম্যান, জনাব মোস্তাক হাসান, এনডিসি-র সভাপতিত্ত্বে চেয়ারম্যান, বিসিক এবং আঞ্চলিক পরিচালক, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও অধ্যক্ষ, স্কিটি এর মধ্যে ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক চুক্তি (APA) স্বাক্ষরিত হয়।
২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক চুক্তি (APA) স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব ড. মোহাঃ আব্দুস ছালাম, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি), জনাব স্বপন কুমার ঘোষ, পরিচালক (অর্থ), জনাব মোঃ খলিলুর রহমান, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ), জনাব মোস্তাক আহমেদ, সচিব, আঞ্চলিক পরিচালক, ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা, জনাব অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন), মোঃ এমদাদুল হক, নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ), উপাধ্যক্ষ (স্কিটি), প্রকৌ: নাসরীন রহিম, উপ-মহাব্যবস্থাপক (শিল্পনগরী ও সমন্বয় শাখা)-সহ বিসিক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here