উন্নত-সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণের প্রধান কারিগর দেশের যুব সমাজ।
১৫ জুলাই শনিবার ছিল বিশ্ব যুব দক্ষতা দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে। জাতিসংঘের আহ্বানে জাতীয় উন্নয়ন কর্তৃপক্ষের ‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৩’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।’
তিনি আরো বলেন, ‘বিশ্বায়ন ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার পথ ধরে বিশ্ব আজ চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে ই-কমার্স, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ব্লকচেইন, ইন্টারনেট অব থিংস (আইওটি), আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো প্রযুক্তি ইত্যাদি বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এ প্রেক্ষিতে যুবদের বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনাময় পেশায় প্রশিক্ষণ প্রদান করে দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যুগোপযোগী দক্ষতা উন্নয়নের মাধ্যমেই যুব সমাজের কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই দক্ষতা উন্নয়ন বিষয়ে তাদের সচেতন করা, আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করা ও কর্মসংস্থানের পথ নির্দেশনা প্রদান করার ক্ষেত্রে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিবসটি। উদযাপনে বলা হয়, দেশের বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিশাল সংখ্যক যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। সরকার গৃহীত পদক্ষেপের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।
বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৩ উপলক্ষে দিনব্যপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অর্থ মন্ত্রণালয় বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এ কর্মশালার আয়োজন করে।
এসইআইপি’র নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ফতেমা রহিম ভীনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ এবং জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এখলাছুর রহমান।
প্রধান অতিথি আরও বলেন, যুব সমাজ ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবে। যথার্থ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে না পারলে দেশের জন্য তারা সম্ভাবনার পরিবর্তে একটি বোঝা হয়ে দাঁড়াবে। তাই দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশে ও বিদেশে যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
বিশেষ অতিথির বক্তব্যে এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ বলেন, দক্ষতা অর্জনকে সরকার একটি অগ্রাধিকার কার্যক্রম হিসেবে গ্রহণ করেছে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে এনএসডিএ। দক্ষতা ও প্রশিক্ষণকে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য এ সংক্রান্ত সকল কার্যক্রমকে সমন্বিতভাবে পরিচালিত করা, মান উন্নয়ন ও মান তদারকি করার জন্য রেগুলেটরি অথরিটি হিসেবে এনএসডিএ’র প্রচষ্টা অব্যাহত রয়েছে।
সভাপতির বক্তব্যে এসইআইপি’র নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ফতেমা রহিম ভীনা বলেন, এডিবি’র আর্থিক সহায়তায় ২০১৪ সালের জুলাই মাসে এসইআইপি যাত্রা শুরু করে। প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশের শ্রমশক্তির সময়পযোগী পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য দক্ষতা উন্নয়নে নিয়োজিত দেশীয় প্রতিষ্ঠানের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি করা। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে মোট ৮ লক্ষ ৪১ হাজার কর্মক্ষম জনগোষ্ঠীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে প্রকল্পের কাজ পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান করাই এ প্রকল্পের মূল লক্ষ্য নয়। সফলভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাঝে একটি অর্থপূর্ণ ও মসৃণ যোগসূত্র তৈরিতে এসইআইপি কাজ করে যাচ্ছে।
কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, এসইআইপি, এনএসডিএ ও এনএইচআরডিএফ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাই মাসের ১৫ তারিখকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসেবে উদযাপন করার ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর ১৫ জুলাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়ে আসছে।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা