উদ্যোক্তা- ইসরাত জাহান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা ইসরাত জাহান। যিনি কে টু কে ওয়্যার  ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী। যার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার এবং তার তৈরি পাটপণ্য শুধু দেশের ভেতরে নয় বহির্বিশ্বেও সমানভাবে সমাদৃত।

গত ১১অক্টোবর তিনি আমেরিকান এক বায়ারের থেকে ৫ হাজার পিস শপিং ব্যাগ এবং ওয়াইন বোতল ক্যারিং ব্যাগের অর্ডার পান। শপিং ব্যাগ গুলো পাঁচটি ডিজাইনে এবং ওয়াইন বোতল ক্যারিং ব্যাগ গুলো চারটি ধরনের তৈরি করেন। যা গত ১৪ নভেম্বর সফল ভাবে ডেলিভারি দিয়েছেন।

উদ্যোক্তা ইসরাত বলেন, “আমি মূলত ফেইসবুকিং মার্কেটিং করে থাকি।  বিভিন্ন গ্রুপে আমার পণ্য শেয়ার করি এবং সেখান থেকেই এক আমেরিকান বায়ার আমাকে নক করে অর্ডার দেন। প্রায় ৯ জন কর্মী দিনরাত পরিশ্রম করে এই ৫ হাজার পিস অর্ডার সম্পন্ন করেছেন। আমি নিজেও মেশিন চালিয়েছি। আমেরিকার মাটিতে প্রথম আমার পণ্য যেটা আমার উদ্যম বাড়িয়ে দিয়েছে এবং খুবই ভালো লেগেছে আমার, আর এ কারণে কঠিন পরিশ্রম করেছি”।

তিনি আরো জানান, আগামী সপ্তাহের ভেতর ইংল্যান্ডে আরো একটি বড় অর্ডার ডেলিভারি হবে। যেখানে তিনি তৈরী করছেন টিস্যু বক্স কভার এবং লেডিস আইটেমের বিভিন্ন পণ্য।

বিপ্লব আহসান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here