বাংলাদেশে উদ্যোক্তাদের বিনিয়োগে বাধা কোথায়’ জানালেন ব্যবসায়ীরা

0

‘স্টেকহোল্ডার কনসালটেশন উইথ চায়নিজ ইনভেস্টরস: চ্যালেঞ্জেস, এক্সপেকটেশনস অ্যান্ড প্রসপেক্টাস’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশে বিনিয়োগে উদ্যোক্তাদের মতবিনিময়ে বিভিন্ন বিষয় উঠে আসে। এর মধ্যে আছে এক যুগেও কারখানায় গ্যাস–সংযোগ না পাওয়া, বিদেশি উদ্যোক্তাদের জমির ইজারা পেতে জটিলতা এবং বন্দরে শুল্ক জটিলতা।

চীনা দূতাবাস ও বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সেমিনারে উদ্যোক্তারা নিজেদের ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞতার কথা জানান।

বিনিয়োগে বাধা কোথায় বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আকিজ গ্রুপের পরিচালক শেখ আমিন উদ্দিন বলেন, তারা ১৩ বছর আগে টাঙ্গাইলে আকিজ সিএনজি প্ল্যান্ট স্থাপন করে সেখানে গ্যাস–সংযোগের জন্য তিতাস গ্যাসে আবেদন করেন। গ্যাস–সংযোগ পেতে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দরজায় দরজায় ঘুরেছেন। তবে এখনো গ্যাসের সংযোগ মেলেনি।

এ সময় বিডার মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব আকিজ গ্রুপের পরিচালকের উদ্দেশে বলেন, ‘কাল (রোববার) বিডা অফিসে আসেন। আপনার বিষয়টি নিয়ে আমরা কাজ করব।’ একই সময়ে তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) স্বাগতম কুমার সাহা বলেন, বিনিয়োগের জন্য শিল্পে গ্যাস–সংযোগ পাওয়া জরুরি। কিন্তু গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ–সংকট রয়েছে। পেট্রোবাংলা সংকট দূর করতে এলএনজি আমদানি ও এলএনজি টার্মিনাল স্থাপনের চেষ্টা করছে। শিল্পে অল্প সময়ের মধ্যে গ্যাস–সংযোগ শুরু করা সম্ভব হবে।

সেমিনারে একজন চীনা উদ্যোক্তা অভিযোগ করেন, বাংলাদেশে ই-ভিসা ও ওয়ার্ক পারমিট পেতে দেরি হয়। ভোগান্তিতে পড়তে হয়। এ প্রক্রিয়া সহজ করা যায় কি না সে বিষয়ে জানতে চান তিনি। জবাবে বিডার মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, নিরাপত্তা অনাপত্তির জন্য আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে ম্যানুয়ালি পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। এ জন্য সময় বেশি লাগে।

বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে জমি ইজারা নিতে সমস্যা হওয়ার বিষয় তুলে ধরেন একজন চীনা উদ্যোক্তা। জবাবে বিডার মহাপরিচালক বলেন, ‘এই বিষয়ে কোনো সমাধান আমার কাছে নেই।’ তবে উদ্যোক্তাদের বেজার অর্থনৈতিক অঞ্চল ও বেপজার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বিসিকের শিল্পনগরী কিংবা হাইটেক পার্ক কর্তৃপক্ষ থেকে জমি কেনার পরামর্শ দেন তিনি।

এ ছাড়া জমি ইজারা নিয়ে কোনো জটিলতা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তার সহায়তা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে ভূমি আইন অনেক জটিল। ভূমি মন্ত্রণালয় এটি সহজ করতে কাজ করছে।

বিসিসিআইয়ের সভাপতি গাজী গোলাম মুর্তজা বলেন, প্রতিনিয়ত বিনিয়োগকারীদের কাছ থেকে অনেক প্রশ্ন ও জিজ্ঞাসা আসছে। তাঁদের মধ্যে অনেক হতাশা আছে। সহজভাবে তাঁদের সমস্যাগুলোর সমাধান দেওয়া গেলে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়বে।

‘স্টেকহোল্ডার কনসালটেশন উইথ চায়নিজ ইনভেস্টরস: চ্যালেঞ্জেস, এক্সপেকটেশনস অ্যান্ড প্রসপেক্টাস’ শিরোনামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, বিডার মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, বেপজার নির্বাহী পরিচালক তানভীর হোসাইন, বিসিসিআইয়ের সভাপতি গাজী গোলাম মুর্তজা ও সাধারণ সম্পাদক আল মামুন মৃধা প্রমুখ।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here