বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী জাপান

0

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী একক দেশ হিসেবে বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী জাপানের বিভিন্ন কোম্পানি। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র মাল্টিপার পাস হলে বিডা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) ও জাপান এক্সটার্নাল ট্রেড এসোসিয়েশন (জেট্রো)-এর যৌথ আয়োজনে “জাপানি বিনিয়োগ: বাংলাদেশের জন্য ভারতীয় অভিজ্ঞতা” বিষয়ক জ্ঞান বিনিময় সভায় ওই আগ্রহের কথা জানানো হয়।

অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে সভায় যোগ দেন জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজুইয়া নাকাজো। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেট্রোর নয়া দিল্লির চিফ ডিরেক্টর জেনারেল তাকাশি সুজুকি।

বাংলাদেশে জেট্রো’র কার্যক্রম তুলে ধরে সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্ডো বলেন: জেট্রো ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে জাপানি বিনিয়োগে কাজ করে আসছে। প্রতি বছর এ বিনিয়োগের পরিমাণ বাড়ছে। বর্তমানে জেট্রোর মাধ্যমে ৩৩৮টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। জাপানি কোম্পানিগুলোর ৬৮ শতাংশের বেশি বাংলাদেশে ব্যবসা আরো প্রসার করতে চায়।

জেট্রোর নয়া দিল্লির চিফ ডিরেক্টর জেনারেল তাকাশি সুজুকি ভারতীয় অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে বিভিন্ন খাতে আরও জাপানি বিনিয়োগের সুযোগ তুলে ধরে জাপানি বিনিয়োগের মডেল নিয়ে আলোচনা করেন।

জেট্রো’র ভাইস প্রেসিডেন্ট কাজুইয়া নাকাজো বলেন: জাপান বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। সেসময় তিনি জাপানি বিনিয়োগকারীদের আরও আগ্রহী করতে বাংলাদেশের ক্রেডিট রেটিং বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন ।

বিশেষ অতিথির বক্তব্যে  বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বড় হওয়া এবং উৎপাদন খরচ কম হওয়ার কারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ছে। অবশ্য এখনও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের দ্রুত এগুলো সমাধান করতে হবে।

সেসঙ্গে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, সহজে পণ্য খালাসসহ অন্যান্য বিনিয়োগ সেবা আরও সহজ কারার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাহলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও অনেক বৃদ্ধি পাবে।

বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন নতুন জাপানি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা ১০০টির মত ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলো বিনিয়োগের জন্য সকল সুযোগ সুবিধা নিয়ে তৈরি আছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডা’র নির্বাহী সদস্য মহাসিনা ইয়াসমিন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here