ঈদ সালামি থেকে ৫০০ টাকা দিয়ে এক গজ কাপড় আর কিছু কড়ি কিনে পৃথ্বীলার মিথ আর্টস এন্ড ক্রাফটস এর উদ্যোগ শুরু।
খুব ছোটবেলা থেকেই ক্রাফটিং এর প্রতি ছিল এক অন্যরকম ভালোবাসা। প্রবাসী বন্ধু পরিজনদের নিজের বানানো কিছু না কিছু গিফট করতেন। সেগুলো প্রবাসের মাটিতে নেটিজেনদের কাছে যথেষ্ঠ প্রশংসা কুড়ায়। মাতৃত্বজনিত কারণে চাকরি ছেড়ে দেয়া এবং সরকারি চাকরীর বয়স পেরিয়ে যাওয়ায় স্বামীর উৎসাহে ক্রাফটেড জুয়েলারি নিয়ে কাজ শুরু করেন পৃথ্বীলা।
পৃথ্বীলার উদ্যোগ MYTH arts & crafts এ রয়েছে হাতে তৈরি গহনা। তার কাজের উপকরণ হলো গামছা, কড়ি, আদিবাসী তাঁত, রুদ্রাক্ষ, জামদানি শাড়ির মোটিফ, খাদি কাপড়, পোড়ামাটির পুঁতিসহ দেশীয় উপকরণ। ইউরোপের কয়েকটি দেশ ছাড়াও আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু ক্রেতা আছে পৃথ্বীলার। সারা বছর জুড়েই নিয়মিত তাদের কাজ করেন তিনি।
আব্দুল মান্নান এর বড় মেয়ে পৃথ্বীলা শাহনেওয়াজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেছেন বেশ কিছুদিন। চাকরি ছেড়ে তিনি একজন পুরোদস্তুর উদ্যোক্তা হয়েছেন।
উদ্যোক্তা বার্তাকে তিনি বলেন, ভবিষ্যতে কারুশিল্পের বিভিন্ন সেক্টরকে তুলে আনতে চাই৷
সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা