বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি বাংলাদেশ এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস প্রা. লিমিটেড ৩ দিন ব্যাপী একটি আন্তর্জাতিক ট্রেডশোর আয়োজন করেছে।
০৬-০৮ জুন,বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪ নং হলে “৮ম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো (BLF)” এবং ‘৫ম ননওভেন এক্সপো’ চলবে।
আন্তর্জাতিক এই মেলায় রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, যন্ত্রাংশ, ক্রাস্ট, ফিনিশড চামড়া, চামড়াজাত পণ্য এবং পাদুকা।
লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুড ইন্টারন্যাশনাল সোর্সিং শো বা ব্লিস এর লক্ষ্য হলো বাংলাদেশকে বৈশ্বিক সাপ্লাই চেইনে চামড়াজাত পণ্য ও পাদুকা খাতের বিশ্বের অন্যতম সোর্সিং হাব হিসেবে তুলে ধরা।
এটি ক্রেতা, ব্র্যান্ড এবং সোর্সিং প্রতিনিধিদের সাথে বাংলাদেশের চামড়াজাত পণ্য, পাদুকা প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সহযোগী শিল্পের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করে জাতীয় রপ্তানি সম্প্রসারণে অবদান রাখবে।
দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়কারী চামড়া, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পখাতকে বাস্তবে পরিণত করার অগ্রযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই এক্সপো।
১৫টি দেশ থেকে ২০০ এর বেশি ব্যবসায়ী অংশ নিয়েছেন এই এক্সপোতে।
অনুষ্ঠানের মূল ভেন্যু বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
সেতু ইসরাত,উদ্যোক্তা বার্তা