রাজধানীর রামপুরার বনশ্রীতে ঋক্ষশৈলী ইভেন্ট প্লানার এবং সেনেটার এক্সপো মেলার আয়োজনে ৬ষ্ঠ বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী ঈদ শপিং মেলা ২০২৩।
ঋক্ষশৈলীর সুলতানা মুক্তা বলেন, ঋক্ষশৈলী ইভেন্ট প্লানার এবং সেনেটার এক্সপো মেলার আয়োজনে আমরা ৩০ টি স্টল সাজিয়েছি বিভিন্ন পণ্য দিয়ে। আপাতত ১৬ জন উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করেছেন। যেহেতু ঈদকে ঘিরেই আমাদের এই আয়োজন, তাই উদ্যোক্তার সংখ্যা বাড়তে পারে। এ কারণে আমরা মাস ব্যাপী এই আয়োজন রেখেছি।

তিনি আরো বলেন: আমরা আসলে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে নিয়ে এ ধরনের মেলার আয়োজন করে থাকি। যারা বিভিন্ন মার্কেট প্লেসে স্টল বা দোকান নিতে পারেন না, কিন্তু তারা তাদের পণ্যের পরিচিতি চান, আমরা সেই উদ্যোক্তাদের ঋক্ষশৈলীর মাধ্যমে সুযোগ করে দেই।
মেলার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের প্রিয়মুখ চিত্রনায়িকা শিরিন শিলা। তিনি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে কেক কেটে মেলা উদ্বোধন করেন।

মেলায় রয়েছে হোমমেড খাবার, শাড়ি, কামিজ, থ্রি পিস, গহনা, ব্যাগসহ অর্গানিক পণ্য। সব শ্রেণির মানুষকে লক্ষ্য রেখেই মেলাটির আয়োজন করা হয়েছে। পঞ্চম রমজান (২৮ মার্চ) শুরু হওয়া মেলা চলবে চাঁদ রাত পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উম্মুক্ত।
আফসানা অভি
উদ্যোক্তা বার্তা