শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৪৭ মিনিটে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে প্রথম যাত্রী হিসেবে টোল দিয়েছেন পদ্মা সেতুর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সুধী সমাবেশে যোগ দিয়ে বেলা ১১টা ২৫ মিনিটে মাওয়া পয়েন্টে স্মারক ডাকটিকিট, স্মারক মুদ্রা, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে মোনাজাতে যোগ দেন।
পরে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন শেখ হাসিনা। সেখানেও মোনাজাতে যোগ দেন তিনি।
এরপর মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত দলের জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এদিকে, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা