প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচীর আওতায় এবং বিসিক চেয়ারম্যানের দিক-নির্দেশনায় বিসিক শেরপুর জেলা কার্যালয় কর্তৃক বিগত ২৬ থেকে ২৮ জুলাই করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ১৮ জন উদ্যোক্তার অনুকূলে ৪৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক তুলে দেন বিসিক শেরপুর জেলা কার্যালয়ের সম্মানিত ডিএম বিজয় কুমার দত্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান ফকির, সম্প্রসারণ কর্মকর্তা ও আহবায়ক, প্রণোদনা প্যাকেজ ঋণ মূল্যায়ন কমিটি, বিসিক জেলা কার্যালয়, শেরপুর।
উল্লেখ্য, বিসিক জেলা কার্যালয়, শেরপুর কর্তৃক বরাদ্দকৃত ৫০ লাখ টাকার বিপরীতে ৪৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ বিতরণের হার ৯৭%।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা