প্যারিসে অনুষ্ঠিত হলো বিশ্বের সর্ববৃহৎ টেক্সটাইল প্রদর্শনী

0

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো বিশ্বের সর্ববৃহৎ টেক্সটাইল প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড/অ্যাপারেল সোর্সিং। ৩ জুলাই হতে ৩ দিনব্যাপী প্যারিসের পোর্ট দো ভার্সাই প্রদর্শনী কেন্দ্রে এর আয়োজন করা হয়।

২০টি দেশের ১ হাজার ৩৫০ জনেরও বেশি প্রদর্শক তাদের পণ্য প্রদর্শন করেন। প্রথমবারের মতো এ অনুষ্ঠানটি প্যারিসের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হলো। 

বাংলাদেশ থেকে ২০ জন ফেব্রিক ও গার্মেন্টস প্রস্তুতকারক এতে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত একটি জাতীয় প্যাভিলিয়নের সঙ্গে সরাসরি প্রদর্শকও ছিলেন।

বাংলাদেশী যেসব প্রদর্শক কোম্পানি অংশ নেয় তাদের মধ্যে আছে অ্যাডভান্স অ্যাটায়ার বিডি, আনসারি ক্রিয়েশন, আর্গন ডেনিমস, বিএলজে অ্যাপারেল, বিএলজে বাংলাদেশ করপোরেশন, সিমেক্স ক্লোদিং, কমোডা গার্মেন্টস লিমিটেড, এভিন্স টেক্সটাইল, গোল্ডেন ফ্রগ, হুরাইন হাই-টেক, হোসেন ডায়িং অ্যান্ড প্রিন্টিং মিলস, যমুনা ডেনিম, জিন্স ও জ্যাকেট, ম্যাট্রিক্স অ্যাপারেল, মিথেলা গ্রুপ, নরবান গ্রুপ, এনজেড ডেনিম, প্যারামাউন্ট টেক্সটাইল, পাইওনিয়ার ডেনিম ও টোডস প্রিন্টিং।

টেক্সওয়ার্ল্ড প্রদর্শনীটি শেষ হয় ৫ জুলাই।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here