বাংলাদেশের বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাউথ কোরিয়ার বিনিয়োগকারীদের দেশের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
২ নভেম্বর শনিবার একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম ফাইবার টু ফ্যাশনে বিষয়টি তুলে ধরে বলা হয়, বাংলাদেশের বন্ধ মিলগুলোতে উৎপাদন পুনরায় শুরু হওয়ায় বিনিয়োগকারীরা এখন লিজ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে ইতিমধ্যেই সফররত সাউথ কোরিয়ার একটি প্রতিনিধি দলকে জানিয়েছেন সাখাওয়াত হোসেন।
বাংলাদেশের বস্ত্র ও পাট উপদেষ্টা তাদের বলেন, বন্ধ মিলগুলোতে উৎপাদন পুনরায় শুরু হওয়ায় বিনিয়োগকারীরা এখন লিজ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। দেশের ডকইয়ার্ড ও জাহাজ নির্মাণ শিল্পেও অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করা এখন নিরাপদ।
তিনি সাউথ কোরিয়ার প্রতিনিধি দলকে বলেন, ইজারা প্রক্রিয়ায় অংশ নেওয়ার প্রক্রিয়া বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত। কারণ সরকার পিপিপি [পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ] এবং দীর্ঘমেয়াদী লিজের মাধ্যমে বন্ধ মিলগুলোতে উত্পাদন পুনরায় চালু করার পরিকল্পনা করেছে।
তিনি আরও বলেন, দেশের ডকইয়ার্ড এবং জাহাজ নির্মাণ শিল্পেও অপার সম্ভাবনা রয়েছে। এসময় প্রতিনিধি দল খুলনায় অবস্থিত মিল পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেন।