পর্দা নামলো রাজশাহী ল্যাবরেটরি স্কুলের সায়েন্স কার্নিভাল এবং পিঠা উৎসবের

0

সরকারি ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহীর আয়োজনে তিনদিনব্যাপি সায়েন্স কার্নিভাল এবং পিঠা উৎসব শেষ হয়েছে। শনিবার বিকেলে ল্যাবরেটরি স্কুল মাঠে পুরষ্কার বিতরণীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।

ল্যাবরেটরি স্কুলের ১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী সুলতান চাগতাই এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন আয়োজক ডা. মোঃ হাবিবুল ইসলাম, আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ.স.ম মিজানুর রহমান কাজী, রাজশাহী সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম মাহবুবুল হক, ল্যাবরেটরি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ১৯৮২ ব্যাচের প্রফেসর সারোয়ার জাহান বাবু, ১৯৭৪ ব্যাচের সৈয়দ মোয়াজ্জেম আলী শাহীন এবং ২০০৩ এর ডা.আসফাক হোসেন সুইট।

অংশ নেন নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, উদ্যোক্তাসহ অসংখ্য দর্শনার্থী।

৫ জানুয়ারি শুরু হওয়া উৎসবে অংশ নিয়েছিলেন ১৯ জন উদ্যোক্তা। তারা পাটিসাপটা, নকশি, পাকন, দুধপুলি, চিতইসহ শীতকালীন বাহারি স্বাদের পিঠের পসরা সাজিয়ে বসেছিলেন।

এছাড়াও মেলায় হাতের কাজ, ব্লক-বাটিক, টাই-ডাই, অর্গানিক ফুড নিয়েও উদ্যোক্তাদের উপস্থিতি ছিলো। অংশগ্রহণকারী উদ্যোক্তারা আমরা রাজশাহীর উদ্যোক্তা নামক গ্রুপ থেকে তিনব্যাপি এই পিঠা উৎসবে অংশ নেন।

মেলায় সার্বিক সহযোগিতায় ছিল আল-আকসা ডেভেলপারস (প্রাঃ) লিমিটেড।

পুরষ্কার বিতরণী পর্বে তিনদিন ব্যাপি সায়েন্স কার্নিভালে অংশ নেওয়া বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া। উদ্যোক্তাদের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের এডমিন মিজান রহমান।

আয়োজকরা জানান, আগামীতে আরো বৃহৎ পরিসরে এই উৎসব উদযাপিত হবে।

তামান্না ইমাম
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here