বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আতিকুল ইসলাম

রোজ রাজারবাগ থেকে মালিবাগ, মালিবাগ থেকে নাম্বার বাসে করে পুরোনো এয়ারপোর্ট, এরপর পুরোনো এয়ারপোর্ট থেকে হেঁটে হেঁটে আসা হতো বিএফ শাহীন কলেজে। 

প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাওয়া বাবদ বাবা মায়ের কাছ থেকে পেতেন ৪০ পয়সা। আসার জন্য ২০ পয়সা, যাবার জন্য ২০ পয়সা। যেদিন ঘুম থেকে দেরিতে উঠা হতো সেদিন তার বাবামা বলতেন, “তুমি দৌঁড়ে গিয়ে বাস ধরো। কারণ তুমি বাস যদি না ধরতে পারো তাহলে তুমি ক্লাস করতে পারবে না, তোমার শিক্ষকরাই তোমাকে বকা দিবে।ছোটবেলা থেকে বাবা মা চাইলেই হয়তো রিক্সায় করে স্কুল কলেজে আসার পয়সাটা দিতে পারতেন। তা না দিয়ে যে ট্রেনিং ছোটবেলা থেকে তারা তার সন্তানকে দিয়েছিলেন, সেই ট্রেনিংটিই আজ তার সফলতার পেছনের গল্প

তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আতিকুল ইসলাম

একটা মুহুর্ত সময়ও নষ্ট করেননি জীবনে। সময়ের অপব্যবহার বলে কোনো অধ্যায় নেই তার। আগামীকালের জন্য কোনো কাজ কখনোই ফেলে রাখেননি তিনি। সফলতার শিখরে আরোহনকারী বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আতিকুল ইসলাম বিশ্বাস করেছেন কাজকে ফেলে রেখে কখনো সফলতা আসেনা। সফল হতে হলে মুহুর্তের কাজ মুহুর্তে সেরে ফেলার কোনোই বিকল্প নেই। 

জাতীয় উদ্যোক্তা সম্মেলনে তিনি যখন জীবনের এই বাস্তবতাগুলো তুলে ধরছিলেন তখন সেখানে উপস্থিত হাজারো তরুন তার সাথে একই স্বরে উচ্চারণ করেছেন, “এক্ষুণি, এক্ষুণি, এক্ষুণি

তরুণ উদ্যোক্তাদের সাথে বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আতিকুল ইসলাম

যখন তিনি শান্তিনগরে তার ব্যবসা শুরু করেন তার সূচনা হয়েছিল তার নিজের বাসার ড্রয়িংরুমে। মাত্র ১০টি অপারেটর থেকে আজ ১৯ হাজার কর্মী তার, ৪৮ টি সেলাই মেশিন এখন হাজার হাজার মেশিনের কারখানা। এর মূলে ছিল একাগ্রতা। আজ তরুণ উদ্যোক্তাদের জন্য তার বক্তব্যে তিনি বলেন, ইনোভেশন, ক্রিয়েটিভিটি দিয়ে সবকিছুর শুরু খুব ছোট থেকেই হয়। পরিশ্রম সেই ছোট্ট স্বপ্নকে পৌঁছে দেয় সফলতার শিখরে

বিজনেসের ফার্স্ট জেনারেশনের একজন মিলিয়ন বিলিয়ন ডলার পোশাক রপ্তানীকারী সফল উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা শুরুর অভিজ্ঞতায় তিনি বলেন, “ব্যাংক থেকে বারবার বলা হয়েছে আমি ব্যবসার কিছু বুঝিনা। হাজারো বাধা বিপত্তি ছিলো। টেকনোলজি ছিল না, গুগল ছিল না, ফেসবুক ছিল না। ব্যাংকের ডকুমেন্টস ভুল করেছি। ব্যাংকের পিয়ন, ড্রাইভারের কাছে হতে হয়েছে বিব্রত। আমি আশা ছাড়িনি। আমি তো জানতাম না ব্যবসা কি করে করতে হয়, উদ্যোক্তা কি করে হতে হয়! জানার তো কথাও না! আমি লক্ষ্য নিয়ে কাজ করেছি। কষ্ট করেছি, আপনাদেরও কষ্ট করতে হবে, অনেক কষ্ট, পরিশ্রম, আর ইনোভেশনের কোনো বিকল্প নেই। সফলতা আসবেই। আপনি সফল হবেনই“।

সাদিয়া সূচনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here