কোহিনূর ইয়াসমিন। আন্তর্জাতিক খাতিসম্পন্ন এই নারী উদ্যোক্তা অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত। বাংলাদেশের হস্তশিল্পজাত পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরীতে স্বীকৃতিতে যে কজন বলিষ্ঠ উদ্যোক্তার অগ্রণী ভূমিকা রয়েছে তাদের মধ্যে অগ্রগণ্য একটি নাম কহিনূর ইয়াসমিন।
তরঙ্গ তার প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে তৈরি করেছে ২৫ হাজার নারী কর্মী। কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এগিয়ে নিয়ে যাচ্ছেন হস্ত ও হস্তশিল্পজাত, পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার, বাংলাদেশের সুনাম। ফরেন রেমিট্যান্স আনছেন যারা তাদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র কোহিনূর ইয়াসমিন। তার কর্মযজ্ঞ ৩৫ বছর ধরে।
হাজার হাজার গ্রামীণ নারীদের যেমন কর্মে বলীয়ান করছেন, শহরেও কাজ করছেন ফ্যাক্টরিতে তার সাথে অনেক নারী কর্মী, তরুনী অবহেলিত সমাজে পিছিয়ে পড়া, স্বামী পরিত্যক্তা, পারিবারিক নির্যাতনের স্বীকার এমন নারীদের ট্রেনিং দিয়ে কোহিনূর ইয়াসমিন দিয়েছেন কর্মের মাধ্যমে স্বাভাবিক সুস্থ জীবন। শুধুমাত্র পণ্য উৎপাদন নয়, কর্মীদের জীবনমান উন্নয়নে, স্বাস্থ্য সচেতনতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে দেখাশোনা করেন কোহিনূর ইয়াসমিন।
আনন্দ দেয়, জীবন সাজায়, জীবনকে উপভোগ করায়, জীবনের মানে দাঁড়ায় ভিন্নভাবে এমন আয়োজনগু্লো করতে এতটুকু পিছিয়ে থাকেন না কোহিনূর ইয়াসমিন, তাদের তরঙ্গ। নৌকাবাইচ, মেলা, লাঠিখেলা, সাপখেলা যেমন আয়োজন করেন বছরে, তেমনই স্বাস্থসচেতনতার ব্যাপারে ভীষণ সচেতন এই সংস্থাটি।
অক্টোবর মাস জুড়ে বিশ্বে স্তন ক্যান্সার সচেতনতার মাস। অক্টোবর মাসের শেষ সপ্তাহে স্তন ক্যান্সার সচেতনতা মাস পালন করছে তরঙ্গ।
তহুরা, শামসুন্নাহার, মরিয়ম, শাহনাজ, আন্না, হাসনা, পান্না আকতার, নিশিতা পারভীন, আয়েশা বেগম, নূর ই জান্নাত এমন সব নারীরা, তরুণীরা বিশ্বব্যাপী বাংলাদেশের হস্তশিল্পজাত পণ্য তৈরী করছেন যারা, তারা মন দিয়ে সকলে শুনছেন, জানছেন, সচেতন হচ্ছেন ঘাতক ক্যান্সার সম্পর্কে।
সকলের জন্য স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসেবা পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা, নিম্ন আয়ের মানুষেরা, যারা স্বাস্থ্যসেবা নিতে বড় বড় ডাক্তারের কাছে যেতে পারেন না তারা বিশ্ববরেণ্য ডাক্তারদের কাছ থেকে পাচ্ছেন স্বাস্থ্যসেবা, পাচ্ছেন ব্রেস্ট ক্যান্সার পরীক্ষার সুযোগ।
তরঙ্গের আয়োজনে ব্রিজ অফ লাইট জার্মানির অর্থ সহায়তায় ব্রেস্ট স্ক্রিনিং সাপোর্ট নিয়ে পুরো আয়োজনে আছে ৭১ ফাউন্ডেশন। এম্পাওয়ারিং ওমেন এন্ড গার্লস থ্রু ব্রেস্ট ক্যান্সার এওয়ারনেস মান্থ। বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা, বাংলাদেশে এই বিশাল আয়োজনটির প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঝলমলে সকালে পিকেএসএস এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ডঃ মোঃ জসীম উদ্দিন। অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন ডঃ সারা বানু সূচি। মূল সচেতনতা এবং পাঠ প্রদর্শন প্রেজেন্ট করেন, সকলকে বুঝিয়ে বলেন।
উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ জেবুননাহার, জেনারেল সেক্রেটারি ৭১ ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন তরঙ্গ বোর্ড সদস্য ও নির্বাহী পরিচালক, বাস্তব, জনাব রুহি দাস।
সকলের গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে স্তন ক্যান্সার সচেতনতার বিষয়গুলো তুলে ধরা হয়। ব্রেস্ট স্ক্রিনিং করা হয়। গানে গানে বলা হয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ব্যক্তিগত পরীক্ষার কথা। নাটিকার মাধ্যমে ডাক্তার এর কাছে গিয়ে স্বাস্থ্য পরামর্শ নেবার কথা বলা হয় ও স্বাস্থ্য পরীক্ষার সচেতন হবার বিষয়টি তুলে ধরা হয়। বুঝিয়ে বলা হয়, সকল নারী কর্মীদের অত্যন্ত সহজ ও সাবলীল উপস্থাপনের মাধ্যমে সচেতন হতে হবে স্তন ক্যান্সার বিষয়টি নিয়ে।