নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে ৭ দিনব্যাপী এসএমই আঞ্চলিক পণ্য মেলা-২০২০ এর আয়োজন করা হয়। গত ২২ ফেব্রুয়ারী মোঃ আবদুল হালিম, সচিব, শিল্প মন্ত্রণালয় এবং মো. মোশতাক হাসান, বিসিক চেয়ারম্যান মেলার শুভ উদ্বোধন করেন।
এসএমই ফাউন্ডেশন মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। এ সকল কার্যক্রমের অংশ হিসেবে এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতা সংযোগ স্থাপনের লক্ষ্যে আঞ্চলিক পণ্য মেলার আয়োজন করেন।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আবদুল হালিম, সচিব, শিল্প মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোশতাক হাসান, বিসিক চেয়ারম্যান এবং মো. সফিকুল ইসলাম, এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। এছাড়া আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; মো. খালেদ হায়দার খান কাজল, সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জসিম উদ্দিন, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, বিসিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, নাসিব ব্যবসায়িক প্রতিনিধিসহ সকল স্টেক হোল্ডারদের সম্পৃক্ত করে তাঁদের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন নারায়ণজঞ্জ জেলায় গত ২২-২৮ ফেব্রুয়ারি ২০২০, ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করেছেন।
মেলায় সারা দেশ থেকে আগত ৫০ জন উদ্যোক্তা বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্য নিয়ে তাদের স্টলগুলো সাজিয়েছেন। ক্রেতা-দর্শনার্থীরা মেলায় এসে যেমন পণ্যগুলোর সাথে পরিচিত হচ্ছে সেই সাথে পরিচিত হচ্ছেন উদ্যোক্তাদের সাথেও।
মেলায় স্থান পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে- চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প পণ্য, জুয়েলারি, খেলনা, হ্যান্ডমেড পণ্যসহ নানান ডিজাইনের পোশাক, ঘর সাজানোর পণ্য, খাঁটি মধু, বাহারি রকমের ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা ও নানান পণ্য।
সকালে ক্রেতা-দর্শনার্থীদের দেখা কম মিললেও বেলা বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণ ক্রেতা দর্শনার্থী দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা যায় উদ্বোধনের পর গত দুই দিনে খুব একটা বেচা-কেনা হয়নি। তবে তারা আগামী ৫ দিন মেলায় থাকছেন এবং আশা রাখছেন ভালো বেচা-বিক্রি হবে।
মেলায় আগত একজন ক্রেতার সাথে কথা বললে তিনি বলেন, এই ধরনের উদ্যোগ উদ্যোক্তা এবং ক্রেতা দর্শনার্থীদের জন্য খুব ভাল। এর ফলে ক্রেতারা উদ্যোক্তার কাছ থেকে সরাসরি পণ্য কিনতে পারছে এবং উদ্যোগ সম্পর্কে জানতে পারছে যা ভবিষ্যতে নতুনদের উদ্যোগী হতে সাহায্য করবে।
মেলার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় পুলিশ ফোর্স ও রোস্টার অনুযায়ী ইউনিয়ন পরিষদের চৌকিদারগণ দায়িত্ব পালন করছেন। এছাড়া মেলায় আগত অতিথিদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার ও রোভার স্কাউট নিয়োজিত আছে। মেলা চলাকালীন যে কোন দুর্ঘটনা বা অগ্নি-নির্বাপক ব্যবস্থার জন্য মেলায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট অগ্নিনির্বাপক যন্ত্রসহ সার্বক্ষণিক উপস্থিত আছেন।
৭ দিনব্যাপী এ মেলা চলবে ২৮ ফেব্রুয়ারী প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা থেকে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত। মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। শেষ বেলায় আয়োজন করা হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা