শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) স্থাপিত নরসিংদী জেলার শিবপুরে নরসিংদী বিসিক শিল্পনগরী (সম্প্রসারণ) এর উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন বিসিকের চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শ্রমঘন শিল্পায়নের ধারা বেগবান করা এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বিসিকের সৃষ্টি। বর্তমানে বিসিক দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের মুখ্য প্রতিষ্ঠান। বিসিকের মাধ্যমেই মূলত দেশে শিল্পায়নের ভিত্তি স্থাপিত হয়। পরিকল্পিত শিল্পনগরী স্থাপন করে বিসিক দেশে অনুকরণযোগ্য শিল্পোদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারা দেশে বিসিকের ৮২টি শিল্পনগরী প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান দিন দিন বেড়েই চলছে যা বর্তমানে প্রায় ৩৫.১১ শতাংশ যার মধ্যে সিএমএসএমই-এর অবদান ২৫ শতাংশ। শিল্পখাতের অবদান বৃদ্ধিতে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
শিল্পমন্ত্রী বলেন, বিসিক বাস্তবায়িত ৮২টি শিল্পনগরীতে ক্রমপুঞ্জিত বিনিয়োগের পরিমাণ ৪৫ হাজার ৩৯৫ কোটি টাকা। বিসিকের শিল্পনগরীসমূহে মোট প্রত্যক্ষ কর্মসংস্থান প্রায় ৮.২৫ লক্ষ। ২০২২-২০২৩ অর্থবছরে বিসিক শিল্পনগরীতে অবস্থিত ৯৩৪ টি রপ্তানিমুখী শিল্প ইউনিটের মাধ্যমে ৩৩ হাজার ৪৬ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে। দেশে আমদানি বিকল্প যন্ত্রাংশের প্রায় ৩০% বিসিক শিল্পনগরীতে তৈরি হচ্ছে। বিসিক শিল্পনগরীসমূহ হতে ২০২২-২০২৩ অর্থবছরে সরকারকে ৪ হাজার ৮৫৫ কোটি টাকার রাজস্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য প্রায় ৩০ একর জমিতে নবনির্মিত এ শিল্প নগরীতে ১৬৮টি প্লটের সংস্থান রয়েছে।
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা