নওগাঁয় আড়াই হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা

0

প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী নওগাঁর বাগানগুলো থেকে গুটি জাতের আম পাড়া শুরু হয়েছে। বুধবার থেকে জেলা প্রশাসনের সিদ্ধান্তে আম পাড়া শুরু হয়।

এ ছাড়া জাতভেদে আম নামানোর জন্য একটি তালিকাও প্রকাশ করা হয়। গুটি আম পাড়া শুরু হলেও, উন্নত জাতের আম বাজারে আসবে আরও কিছুদিন পর। এ বছর জেলা থেকে আড়াই হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। এর মধ্যে এক হাজার টন বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরশাপাতি ও হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাড়িভাঙা, ২০ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি এবং আগামী ১০ জুলাই থেকে আশ্বিনা, বারি-৪, বারি-১১, গৌড়মতি ও কাটিমন আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৩৩ হাজার ৩০০  আম চাষ হয়েছে। এসব বাগানে ব্যানানা, মিয়াজাকি, কাটিমনসহ দেশি-বিদেশি প্রায় ১৬ জাতের আম রয়েছে। নওগাঁ থেকে এ বছর অন্তত ৪ লাখ ৩১ হাজার ৫০০ টন আম উৎপাদনের আশা করছে কৃষি অফিস।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, গতকাল থেকে গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। উন্নত জাতের যেসব আম আছে, সেগুলো বাজারে আসতে সময় লাগবে। কেমিক্যালমুক্ত আম নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here