ধানমন্ডিতে শপিং ফেস্টিভ্যাল ইদ মেলা

0

দেশের নানা প্রান্ত থেকে আসা উদ্যোক্তাদের তৈরি ফ্যাশন সামগ্রী নিয়ে রাজধানীর ধানমন্ডির সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে শপিং ফেস্টিভ্যাল ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত পাঁচদিনের মেলায় দেশীয় পণ্য আর খাদ্যসামগ্রী নিয়ে এক ছাদের নীচে উদ্যোক্তারা তাদের উদ্যোগ প্রদর্শন করেন।

উদ্যোক্তাদের নিয়ে মেলাটির আয়োজন করেন ফারহানা আফরোজ পলি।

উদ্যোক্তা বার্তাকে তিনি বলেন: আমি ২৫ বছর এই পেশায় আছি। সবসময় চেষ্টা করি নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে। আল্লাহর রহমতে আমার মাধ্যমে হাজার হাজার নারী নিজেরা আত্মনির্ভরশীল হতে পেরেছেন। নারীদের উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই।

তিনি জানান, তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্য সাধারণ মানুষের কাছে প্রদর্শনের পাশাপাশি তাদেরকে আরো উৎসাহী করতে তিনি মেলাটির আয়োজন করেছেন ।

মেলা ঘুরে দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় থেকে শুরু করে বিলাসী পণ্যও ছিল মেলায়। তবে মেলায় হাতে তৈরি দেশি শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও জুয়েলারি ক্রেতাদের বেশি নজর কেড়েছে ।

শাড়ি ও গহনা থেকে শুরু করে ছেলেদের পাঞ্জাবিসহ নানা পণ্যের পাশাপাশি ঘরে তৈরি সুস্বাদু খাবারের সমাহার ছিল ঈদ মেলায় ।

আফসানা অভি
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here