গুলশান লেডিস কমিউনিটি ক্লাবে ৯ জুন শুক্রবার শুরু হলো দু’দিন ব্যাপী সামার ফেস্ট ২০২৩ প্রেজেন্টেড বাই বেনী বুনন, পাওয়ার্ড বাই লর্ডস ইংলিশ মিডিয়াম স্কুল।
২৩টি স্টলে নানা ধরনের পণ্য নিয়ে উদ্যোক্তারা এসেছেন এই উৎসবে। দেশীয় পোশাক শাড়ি, সালোয়ার-কামিজ, দেশীয় খাবার যেমন নকশীপিঠা, হালুয়া, নাড়ু, আমসত্ত্ব, জুস ও গৃহ সজ্জার সামগ্রী নিয়ে উদ্যোক্তারা এসেছেন।
নবীন-প্রবীণ সকল উদ্যোক্তার অংশগ্রহণে আয়োজনটি জমে উঠেছে। তবে সামার ফেস্টে বিশেষ গুরুত্ব পেয়েছেন তরুণ উদ্যোক্তারা।
অনলাইন প্লাটফর্মের রন্ধনশিল্পের এই উদ্যোক্তাদের অনেকেরই অফলাইনে কোন শো-রুম নেই। এতদিন যে ক্রেতারা অনলাইনে পণ্য অর্ডার করেছেন, তারা এই আয়োজনের মাধ্যমে সরাসরি এসে দেখেশুনে পণ্য পছন্দ করে নিতে পারছেন।
মেলার আয়োজক এবং এসোসিয়েশন অব উইমেন এন্টারপ্রেনার্স এর প্রেসিডেন্ট হাফিজা মুমতাজ হাসি উদ্যোক্তা বার্তাকে বলেন, “আমাদের অর্গানাইজেশন থেকে সবসময় চাই ভিন্ন কিছু করতে। ইদ-উল-আজহা কে সামনে রেখে সামার ফেস্টে আমরা চাই আমাদের নারী উদ্যোক্তাদের পণ্যের বিক্রি ও প্রচার। তাই আয়োজনে আমাদের মূল লক্ষ্য এই সেক্টরের উদ্যোক্তাদের সামনে নিয়ে আসা। শাড়ি, গহনা, কসমেটিকস এবং খাবার নিয়ে এ ধরনের আরও আয়োজন করতে চাই।”
এসোসিয়েশনের সেক্রেটারি সায়মন আমিন বলেন: আমরা চেষ্টা করছি নারী উদ্যোক্তারা তাদের উদ্যোগ নিয়ে আরও গুরুত্বের সাথে কাজ করুক। এখন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছেন যারা কিনা চাকরির পেছনে তাদের সময় নষ্ট না করে নিজের উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারবেন।
সামার ফেস্টে অংশ নেয়া উদ্যোক্তা সোনিয়া রেজা বলেন, “আমি রেড চেরীর ওনার। আমার বনানী তে আউটলেট আছে। আমি প্রথম বারের মতো এই গ্রুপের আয়োজনে অংশগ্রহন করেছি।আমি মসলিন নিয়ে বেশী কাজ করছি। আশা করছি এই ফেস্টে যে সকল ক্রেতা দর্শনার্থী আসবেন তারা আমার পণ্য পছন্দ করবেন।”
উদ্যোক্তা ফারহানা হোসেন বলেন, “আমি সালোয়ার কামিজ নিয়ে কাজ করছি। সামনে যেহেতু ইদ তাই ইদকে সামনে রেখে আমার পণ্য ভালো সেল হবে এবং আমার উদ্যোগটা অনেকের কাছে পরিচিতি পাবে সেজন্য আমার এখানে অংশগ্রহন করা।”
সামার ফেস্টে আরও অংশ নিয়েছে জনপ্রিয় উদ্যোক্তা লিপি খন্দকার (বিবিয়ানা), জনপ্রিয় নিউজ প্রেজেন্টার ফারজানা করিম (চ্যানেল ৭১), জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।
দু’দিনের মেলা চলবে ১০ জুন শনিবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত এই মেলা।
মাসুমা শারমিন সুমি,
উদ্যোক্তা বার্তা