দেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুতুল তৈরি ও খুলনা জেলার রুপসা উপজেলায় ৫ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প ও হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। এর আগে রাঙ্গামাটিতেও এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিলো প্রতিষ্ঠান দুটি।

গতকাল রবিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়া পাড়ায় ও খুলনা জেলার রুপসা উপজেলার কালিবাড়িতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে গতকাল থেকে শুরু হওয়া পাঁচদিন ব্যাপি এ কর্মশালায় ১৫ জন বেকার নারীকে বিনামূল্যে কাপড়ের পুতুল তৈরীর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

অন্যদিকে খুলনার রুপসা উপজেলার কালিবাড়ীতে ব্লক ডিজাইনের উপর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ১৫ জন হতদরিদ্র বেকার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

কর্মশালা দুটি শেষ হবে ২৮ শে জানুয়ারী।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here