দিনব্যাপি ‘উদ্যোক্তার অধিকার ও আইন বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত 

0

Holistic Help Society এর উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো উদ্যোক্তার অধিকার ও আইন বিষয়ক ট্রেনিং কোর্স। এই কোর্সে ১০ জন অংশ নেন৷

কোর্সটিতে বিভিন্ন সেশন পরিচালনা করেন এ্যাডভোকেট মাসুমা মিথিলা এবং এ্যাডভোকেট অর্পিতা চৌধুরী৷

এ্যাডভোকেট মাসুমা মিথিলা গত ১৮ বছর ধরে আইন পেশায় যুক্ত আছেন, সেই সাথে একজন নারী উদ্যোক্তা হিসেবে প্রায় ৭ বছর ধরে ফ্যাশন ডিজাইনিংয়ে কাজ করছেন। নারী উদ্যোক্তাদের অধিকার, বিভিন্ন আইনি সমাধান এবং নারী উদ্যোক্তাদের প্রচলিত আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কোর্সটির আয়োজন করেন।

মাসুমা মিথিলা আইনজীবি হিসেবে ক্যারিয়ার শুরুর পাশাপাশি Holistic Help Society প্রতিষ্ঠা করেন। Holistic Help Society – প্রায় সাড়ে ৩০০ NGO  উদ্যোক্তা তৈরি করে, সাড়ে ৫০০ NGO এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে।

উদ্যোক্তাদের উদ্যোগকে স্বতস্ফূর্তভাবে পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন আইনি চ্যালেন্জগুলো যেন সহজভাবে সমাধান করতে পারে সেই লক্ষ্যে Holistic Help Society’র এই উদ্যোগকে যুগোপযোগী উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

দীর্ঘ বিরতীর পর উদ্যোক্তার অধিকার ও আইন বিষয়ক ট্রেনিং সেশন আয়োজন করলো Holistic Help Society. এই ধারা অব্যহত থাকবে বলে জানান এ্যাডভোকেট মাসুমা মিথিলা।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here