আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে নান্দনিক ক্রিয়েশন আয়োজন করেছে ৩০ নারী ও পুরুষ উদ্যোক্তার অংশগ্রহণে উদ্যোক্তা মেলা। দেশি বিদেশি এবং হাতে তৈরি পণ্য নিয়ে উদ্যোক্তারা মেলায় অংশ নিয়েছেন।
নান্দনিক ক্রিয়েশনের উদ্যোগে ১০ আগস্ট রাজধানীর দয়াগঞ্জ জাতীয় শিব মন্দিরে শুরু হয়েছে নান্দনিক উদ্যোক্তা মেলা ২০২৩। এই মেলা চলবে ১২ আগস্ট পর্যন্ত।

শিপ্রা বিশ্বাস, দেবাশিস ভট্টাচার্য এবং প্রদ্যুৎ দাস যৌথ উদ্যোগে মেলাটির আয়োজন করছেন। মেলার মূল লক্ষ্য হচ্ছে অনলাইন উদ্যোক্তাদের পণ্য সরাসরি গ্রাহকদের সামনে তুলে ধরা। সময়ের সাথে সাথে নান্দনিক ক্রিয়েশন কিভাবে উদ্যোক্তাদের উদ্যোগকে আরো সঠিক উপায়ে এবং সফলতার সাথে সকলের সামনে তুলে ধরতে পারে সে সম্পর্কে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করেছেন তারা।
মেলার আয়োজক শিপ্রা বিশ্বাস ও প্রদ্যুৎ দাস জানান, পুরান ঢাকার ক্রেতাদেরকে উদ্দেশ্য করেই তারা এই মেলার আয়োজন করেছেন। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক সৃষ্টি করাই আয়োজনের মূল লক্ষ্য। ক্রেতারা যেন সরাসরি মেলায় এসে যাচাই-বাছাই করে পণ্য ক্রয় করতে পারেন, সেই উদ্দেশ্যেই মেলার আয়োজন বলে জানান আয়োজক শিপ্রা বিশ্বাস।

মেলার দ্বিতীয় দিন ১১ আগস্ট অতিথি হিসেবে ছিলেন বিপ্লব সাহা, স্বত্বাধিকারী- বিশ্ব রঙ, ড. বিশ্বজিৎ ভাদুড়ি, অধ্যক্ষ-ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ, প্রবীর মিত্র, অধ্যাপক-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষ্ণা সরকার, খেলোয়াড়-বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল, অনলাইন ব্লগার তাপসী দাসসহ আরো অনেকে।
মেলায় উদ্যোক্তারা বিভিন্ন রকমের হাতের তৈরি পণ্য, পোশাক, খাবার, ইলেকট্রনিক গেজেটসহ আরো অনেক কিছুর পসরা নিয়ে বসেছেন। ক্রেতাদের জন্য প্রতি ১,০০০ টাকার কেনাকাটায় রয়েছে রেফেল ড্র কুপন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত।
আফসানা অভি
উদ্যোক্তা বার্তা