দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে ঐক্য এসএমই ডিজিটাল ইন্সটিটিউটের ৫টি নতুন কোর্স

0

শুক্রবার, ৬ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঐক্য এসএমই ডিজিটাল ইন্সটিটিউট এর ৫টি নতুন কোর্স।

কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশন এর ফাউন্ডার ডিরেক্টর রিমা জুলফিকার;
ঐক্য এসএমই ডিজিটাল ইন্সটিটিউট এর ফাউন্ডার ডিরেক্টর রাজীব হাসান; ঐক্য ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটি সদস্য সুরাইয়া আলম এবং জান্নাতুল ফেরদৌস তিথি।

উপস্থিত অতিথি এবং শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ঐক্য এসএমই ডিজিটাল ইন্সটিটিউট।

প্রথমদিন শেফ কোর্স দিয়ে শুরু হয় এবং পর্যায়ক্রমে বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট কোর্স, লেদার কোর্স, বেকারি এন্ড পেস্ট্রি, জুট এন্ড হ্যান্ডিক্রাফটস এর কোর্সগুলোও শুরু হবে।

বাংলাদেশের স্বনামখ্যাত কালিনারী ব্যক্তিত্ব এবং শেফ কোর্স ডিরেক্টর জাহিদা বেগম প্রথম দিনের শেফ কোর্সটি পরিচালনা করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন এবং ইচ্ছাশক্তিকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

দিনব্যাপী শেফ কোর্সের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন কোর্স ডিরেক্টর জাহিদা বেগম। তিনি উদ্যোক্তাবার্তাকে জানান, শিক্ষার্থীদের মধ্যে অনেক আগ্রহ দেখছি যা আমাকে আরো অনুপ্রাণিত করছে। তারা ভবিষ্যতে আমার থেকেও ভালো করতে পারবে যদি তারা লেগে থাকে, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই কোর্সটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন দিনকে দিন শেফ কোর্সের চাহিদা বাড়ছে। শিক্ষিত দক্ষ জনশক্তি এই সেক্টরে খুবই প্রয়োজন। আশা করছি শিক্ষার্থীরা ভালো কিছুই করবে।

অন্যান্য কোর্সগুলোও শিগগিরই শুরু হবে। দেশের খ্যাতনামা উদ্যোক্তাদের নেতৃত্বে কোর্সগুলো পরিচালনা করা হবে৷ বেকারি এন্ড পেস্ট্রি কোর্সটি পরিচালনা করবেন বেকারী-কেক-পেস্ট্রি জগতের তারকা উদ্যোক্তা তাহমিনা আহমেদ বানী, লেদার প্রোডাক্ট মেকিং কোর্স ডিরেক্টর হিসেবে রয়েছেন মাকসুদা খাতুন পায়রা, জুট এন্ড হ্যান্ডিক্র্যাফটস প্রোডাক্ট এর কোর্স ডিরেক্টর ইসরাত জাহান এবং বাংলাদেশের স্বনামখ্যাত বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট এর নক্ষত্র একজন উদ্যোক্তা সাদিয়া তাজমিন দোলা বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট কোর্সটি পরিচালনা করবেন।

২০২১ সালে করোনার পরপরই Oikko SME Digital Institute যাত্রা শুরু হয়। অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি অফলাইনে কার্যক্রম শুরু হলো শেফ কোর্সের মাধ্যমে। ঐক্য এসএমই ডিজিটাল ইন্সটিটিউটের কোর্সগুলো ক্যারিয়ারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই প্রত্যাশা সবার।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here