দক্ষতায় এসএমই, উদ্যোক্তা আমি

0

দেশের প্রথম এসএমই ডিজিটাল ইনস্টিটিউট ‘ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট’-এর উদ্যোগে রাজশাহী মহানগরীতে ‘দক্ষতায় এসএমই, উদ্যোক্তা আমি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

ঐক্য ফাউন্ডেশন (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) এর সভাপতি ও বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মির্জা আব্দুল মান্নান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক ও রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন।

রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, তোমরা চাকরি না খুঁজে উদ্যোক্তা হও, নিজেরা অন্যকে চাকরি দাও। প্রধানমন্ত্রীর আহ্বানে উদ্যোক্তা হয়ে নিজেরা যদি প্রতিষ্ঠান তৈরি করে একটি-দু’টি করে চাকরি দিতে পারো, তাহলে বেকার সমস্যা কমে যাবে।

মেয়র লিটন আরও বলেন, ঐক্য ফাউন্ডেশনের ‘ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট’ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করছে। এটি একটি যুগোপযোগী উদ্যোগ, তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।

আগামীতে ঐক্য ফাউন্ডেশনের কর্মপরিধি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

খায়রুজ্জামান লিটন বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান। নিজেদের অর্থে আমরা পদ্মাসেতু করতে পেরেছি। দেশে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

সেমিনারে ঐক্য ফাউন্ডেশন (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) এর সভাপতি ও বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী বলেন, ২০২১ সালে ‘ঐক্য এসএমই ডিজিটাল ইন্সটিটিউট’ এর যাত্রা শুরু। এখানে প্রশিক্ষণ নিয়ে অনেকে উদ্যোক্তা হচ্ছেন। বিভাগীয় শহর রাজশাহীতে একযোগে এক হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণ নিতে যাচ্ছে। উদ্যোক্তা তৈরির এই কার্যক্রমের মাধ্যমে রাজশাহীর বেকারত্ব কিছুটা হলেও দূর হবে।

তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়ে শাহীন আকতার রেনী আরও বলেন: নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে উদ্যোক্তা হতে সহযোগিতা করতে হবে। নিজেরা উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে। উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত ও দক্ষ হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করতে অব্যাহতভাবে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, দেশের সর্বত্র এসএমই উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ‘দক্ষতা অর্জনে বেকারত্বের অবসান’ স্লোগান নিয়ে কাজ করছে ‘ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট’। ঘরে বসেই যে কেউ মোবাইল কিংবা কম্পিউটারে ডিজিটাল এসএমই কোর্সগুলো সম্পন্ন করে উদ্যোক্তা হতে পারছেন। আত্মকর্মে বলীয়ান হয়ে কর্মসংস্থানও সৃষ্টি করতে পারছেন।

রাজশাহী জেলার তরুণদের ভবিষ্যৎ এসএমই উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রয়াসে সেমিনারে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের এক হাজার মেধাবী শিক্ষার্থীকে ‘ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট’ সভাপতি শাহীন আকতার রেনীর সৌজন্যে বিভিন্ন এসএমই কোর্সে ভর্তি করা হয়।

অনুষ্ঠানে ঐক্য এসএমই ডিজিটাল ইন্সিটিউট পরিচালক ফারহানা আহমেদ চৈতি এবং পরিচালক (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) রাজিব হাসান ‘ঐক্য এসএমই ডিজিটাল ইন্সিটিউট’ সম্পর্কে বক্তব্য রাখেন। এসএমই উদ্যোক্তা হওয়ার ডিজিটাল কোর্স কারিকুলামও তুলে ধরেন তারা। অনুপ্রেরণামূলক বক্তব্যে তারা সহস্র তরুণকে অনুপ্রাণিত করেন।

এ অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর সিল্ক সিটিতে স্লোগান ছিল ‘দক্ষতায় এসএমই, উদ্যোক্তা আমি’।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here