ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
ঈদ শুভেচ্ছা বার্তায় ডিএনসিসি মেয়র বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।’
তিনি বলেন: আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করি।
নগরবাসীর উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, ‘এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।’
শুভেচ্ছা বার্তায় সবাইকে মাস্ক পরে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদ উদযাপনের আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা