২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের জন্য সরকার নগদ প্রণোদনাসহ সব ধরনের সুযোগ-সুবিধা অব্যাহত রেখেছে।

এছাড়া নতুন অর্থবছর থেকে তৈরি পোশাক রপ্তানির সব ক্ষেত্রে অতিরিক্ত ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা অব্যহত রাখা হচ্ছে। ২০১৯-২০ অর্থবছর থেকে এ অতিরিক্ত প্রণোদনা দেয়া হচ্ছে।

আজ জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১৯-২০ অর্থবছর থেকে বস্ত্র ও তৈরি পোশাক শিল্প খাতে বিদ্যমান বিভিন্ন রপ্তানি প্রণোদানার সাথে ১ শতাংশ হারে অতিরিক্ত প্রণোদনা প্রদান শুরু হয়। যার ফলে এ খাত করোনা ভাইরাস জনিত মহামারির প্রভাব সফলভাবে মোকাবেলায় সক্ষম হয়েছে।

চলতি অর্থবছরে এ ধারা অব্যাহত রাখার ফলে বস্ত্র ও তৈরি পোশাক শিল্প খাত ঘুরে দাঁড়ায়। একইসঙ্গে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি বিদ্যমান থাকা সত্ত্বেও আশানুরূপ রপ্তানি সম্ভব হচ্ছে। এ কারনে আগামী অর্থবছরও ১ শতাংশ হারে অতিরিক্ত এই রপ্তানি প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করছি।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here