বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ২৮ জানুয়ারি, শনিবার আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো “উদ্যোক্তা সমাবেশ ২০২৩”।
সমাবেশে ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি সেশন, আড্ডা, ফান, খাওয়া দাওয়া এবং সারাদিনব্যাপী নেটওয়ার্কিং।
উদ্যোক্তাদের এই মিলন মেলায় ২ শতাধিক উদ্যোক্তার উপস্থিতিতে অতিথি হিসেবে ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খান, বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসান, মনের বন্ধুর ফাউন্ডার তৌহিদা শিরোপাসহ বিশিষ্টজন।
আয়োজকরা জানান, এক দশকের ব্যবধানে বাংলাদেশে উদ্যোক্তাদের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। সরাসরি কিংবা অনলাইন দুই মাধ্যমেই বেড়েছে উদ্যোক্তাদের উপস্থিতি। কিন্তু ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে প্রতিনিয়ত বাধাও বাড়ছে। যার ফলে ক্ষুদ্র অবস্থাতেই আটকে আছেন অনেক উদ্যোক্তা। এ উদ্যোক্তাদের উদ্যোগকে প্রসারিত করতে ‘বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক’ ও ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ যৌথভাবে কাজ করে যাচ্ছে।
ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘প্রতিটা কাজেই একসময় একঘেঁয়েমি চলে আসে, তখন আমাদের প্রয়োজন মানসিক যত্ন। কিছুদিন কাজকে ছুটি দিয়ে নিজেকে সময় দেওয়া প্রয়োজন। এতে করে পরবর্তীতে নতুন উদ্যমে কাজ শুরু করা সহজ হয়। আমি মনে করি উদ্যোক্তারা সবসময় প্রচণ্ড প্রেসারে থাকেন, তাদের জন্য এই ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।’
উদ্যোক্তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝে প্রয়োজন সময়ানুবর্তিতা। উদ্যোক্তাদের কর্মজীবনে সময়কে সঠিকভাবে ব্যবহার করার গুরুত্ব তুলে ধরতে ‘উদ্যোক্তার দিনরাত্রি’ নামক সেশনের আয়োজন করা হয়। এই সেশনের প্যানেলিস্ট হিসেবে ছিলেন এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের এর ব্যবস্থাপনা পরিচালক গাজী তৌহিদুর রহমান, উইমেন ইন ডিজিটাল এর উদ্যোক্তা আছিয়া খালেদা নীলা, ইকুরিয়ার লিমিটেড এর সিইও বিপ্লব ঘোষ রাহুল এবং সাবাব লেদার এর কর্ণধার মাকসুদা খাতুন পায়রা।
উদ্যোক্তা সমাবেশে সবচেয়ে বেশি আকর্ষণীয় সেশন ছিল ‘উদ্যোক্তার মনের যত্ন’। উদ্যোক্তাদের মানসিক যত্নের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয় এই সেশনে। সেশনের মডারেটর ছিলেন মনের বন্ধুর ফাউন্ডার তৌহিদা শিরোপা। তিনি উদ্যোক্তাদের বিভিন্ন মানসিক সমস্যার কথা শুনেন এবং মানসিক যত্নের ব্যাপারে যত্নশীল হতে অনুরোধ করেন৷
বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, প্রত্যেক উদ্যোক্তা সবসময় কোনো না কোন চাপের মধ্যে থাকে। কিন্তু তারা নিজেদের যত্নের প্রতি উদাসীন থাকে। উদ্যোক্তাদের শারীরিক যত্নের পাশাপাশি মানসিক যত্নটা খুবই প্রয়োজনীয়। তাই আমরা ‘প্যারাবিহীন একটি দিন’ এই ট্যাগ লাইনে উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করেছি। এই সম্মেলনে উদ্যোক্তারা নানা রকম সেশন এবং নেটওয়ার্কিং এর পাশাপাশি খেলাধূলা, ফান এবং সাংস্কৃতিক আয়োজন, র্যাফেল ড্র এর মাধ্যমে আনন্দপূর্ণ একটি দিন উপভোগ করতে পারছে। আমরা প্রতি বছরই এই ধরনের সম্মেলনের আয়োজন করতে চাই।’
উদ্যোক্তা সমাবেশ ২০২৩ এ অংশ নিয়েছেন সাবাব লেদার এর কর্ণধার মাকসুদা খাতুন পায়রা। তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি৷ আমরা এক পর্যায়ে ভুলেই যাই আমাদের মনের যত্ন নেয়া প্রয়োজন। এই সম্মেলনের মাধ্যমে আমরা খুব আনন্দ করার সুযোগ পেয়েছি। আশা করি এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরো বেশি বেশি হবে, এতে করে উদ্যোক্তারা মানসিকভাবে উপকৃত হবে।’
উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদ্যোক্তা সম্মেলন এর সমাপ্তি হয়।
সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা