ডিএনসিসি মেয়রের সাথে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের সাক্ষাত

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রোটারি ইন্টারন্যাশনাল-এর প্রেসিডেন্ট জেনিফার জোন্স।

আজ বুধবার (১০আগস্ট) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগরভবনে তিনি মেয়রের সঙ্গে সৌজন্য বৈঠক করেন।

সেসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে যুব সমাজের মধ্যে কর্মদক্ষতা ও সচেতনতা বাড়ানোসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক জোরালো করার উপর গুরুত্ব আরোপ করে।

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম রোটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সংগঠনটি বিশ্বব্যাপী প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আশা করি তাদের এই কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

সমাজ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে রোটারি ইন্টারন্যাশনালের সাথে যৌথভাবে কাজ করার বিষয়েও আশা প্রকাশ করেন ডিএনসিসি মেয়র।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here