ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)কে হাইটেক পার্ক ঘোষণা করে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি এ.কে.এম রহমতুল্লাহর সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফাহমী গোলন্দাজ বাবেল, মো. নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম এবং অপরাজিতা হক সভায় অংশগ্রহণ করেন।
বিশেষ আমন্ত্রণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার সভায় অংশ নেন।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা