জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে আন্তর্জাতিক আমবিয়েন্টে (Ambiente) ফেয়ার বা গৃহস্থালীর তৈজসপত্র মেলা। সারা বিশ্বের ১৭০টি দেশের ৪,৯২৮টি কোম্পানি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন এবারের মেলায়। আম্বিয়েন্তে বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বাধিক গুরত্বপূর্ণ আন্তর্জাতিক কনজিউমার পণ্য মেলা।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে ১২টি সহ সর্বমোট ৪৮টি কোম্পানি এবারের মেলায় এসেছে। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক, পাট এবং সিরামিক শিল্পের বিভিন্ন পণ্য নিয়ে ৪৮টি কোম্পানি এ বছর মেলায় অংশগ্রহণ করেছে। স্টল উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার(২৬ জানুয়ারি)উদ্বোধনের পর মন্ত্রী মেলায় অংশ নেওয়া বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মো. সাইফুল ইসলাম শিপু। ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশ নেওয়া উদ্যোক্তাদের পাশাপাশি আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন জাহাঙ্গীর কবির নানক।
এ ছাড়া জার্মানির ব্যবসায়িক নেতাদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তার বৈঠক করার কথা রয়েছে। এ সফরে রয়েছেন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ।
২৭টি হলে ৩৬০ বর্গ ফুট এলাকা নিয়ে এবারের মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে। ফ্রাঙ্কফুট মেলা উদ্বোধন উপলক্ষে আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে, গৃহস্থালির পণ্য সামগ্রী বিশ্বে বাজারজাত করার ক্ষেত্রে ফ্রাঙ্কফুটের এ মেলা বিশ্বের সর্ববৃহৎ বলে জানিয়েছেন মেস ফ্রাঙ্কফুর্টের নির্বাহী বোর্ডের সদস্য ডেটলফ ব্রাউন।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা