অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসীদের জন্য বৈশ্বিকভাবে নগর তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম ২০২২-এ দেওয়া বক্তৃতায় তিনি অভ্যন্তরীণভাবে নিরাপদ অভিবাসন নিশ্চিতে তিনদফা প্রস্তাবনাও তুলে ধরেন।
নিরাপদ অভিবাসন নিশ্চিতে আন্তর্জাতিক অভিবাসন রিভিউ ফোরামের দু’ দিনের সম্মেলনের উদ্বোধনীতে মেয়র আতিকুল ইসলামসহ বিশ্বের সাতটি নগরীর সাতজন মেয়র বক্তৃতা করেন। বিশ্ব মেয়রদের এই লিডারশিপ বৈঠকে সি-ফোরটি সিটির ভাইস প্রেসিডেন্ট ও টাস্কফোর্স অন ক্লাইমেট অ্যান্ড মাইগ্রেশনের সহপ্রধান হিসেবে অংশ নেন ঢাকা উত্তরের মেয়র।
অভিবাসন রিভিউ ফোরামের আয়োজনে ক্লাইমেট লিডারশিপ গ্রুপভুক্ত সি-ফোরটি সিটির মেয়ররা গ্লোবাল মাইগ্রেশন গভর্ন্যান্সে স্থানীয় কর্তৃপক্ষের বিভিন্ন ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম জলবায়ুজনিত কারণে ঢাকা শহরের অভিবাসীদের অবস্থা তুলে ধরে বলেন, “প্রতিদিন প্রায় দুই হাজার নতুন লোক ঢাকা শহরে আসে, তাদের মধ্যে ৭০ শতাংশ জলবায়ু অভিবাসী। জলবায়ুজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয়ে অপর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির অভাবসহ ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের মতো কারণে কৃষি জমি হারিয়ে তারা শহরমুখী।”
জলবায়ুজনিত কারণে অভিবাসী সমস্যা মোকাবিলায় তিন দফা প্রস্তাব তুলে ধরে মেয়র আতিকুল ইসলাম বলেন: ১. জাতীয় জলবায়ু, অভিবাসন ও উন্নয়ন নীতিগুলোতে শহরমুখি হওয়া ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জাতীয় কৌশল প্রনয়ণ করা উচিত। ২. অভিবাসী এবং উদ্বাস্তুদের জন্য গ্লোবাল সিটি ফান্ড গড়ে তোলা দরকার, যাতে সিটি গভর্নমেন্ট সরাসরি অর্থায়ন প্রক্রিয়া তৈরি এবং বিনিয়োগ করতে পারে। ৩. বিশ্বব্যাপী জলবায়ু ফান্ড প্রবাহের অন্তত ৫০ শতাংশ অভিযোজন অর্থায়নের জন্য বরাদ্দ করতে হবে এবং এই অর্থ ক্ষতিগ্রস্ত দেশের সংকট নিরসনে ব্যবহার করতে হবে।
ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে বিশ্ব ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি করা জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের কথাও মেয়রদের সম্মেলনে তুলে ধরেন মেয়র আতিকুল ইসলাম।
উল্লেখ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ঐক্য ফাউন্ডেশনের সভাপতিমণ্ডলীর সদস্য এবং অন্য অনেক উদ্যোগের পাশাপাশি ঐক্য ফাউন্ডেশনের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও তাদের নানাভাবে নীতিসহায়তাসহ অন্যান্য সহযোগিতার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের কাজ করছেন তিনি।
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা