জমে উঠেছে বেইলি রোডের আনন্দমেলা এসএমই ফেয়ার

0

আনন্দমেলা ইউএনডিপির আয়োজনে ১৮ – ২৪ নভেম্বর, ঢাকার বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী এসএমই (SME) মেলা।

৬২ উদ্যোক্তার অংশগ্রহণে বেশ জমে উঠেছে এই মেলা প্রাঙ্গন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা এসেছেন তাদের পণ্যের পশরা নিয়ে। হ্যান্ডমেড জুয়েলারি, ভেজিটেবল ডাই এর পোশাক, বেবিড্রেস, হোমমেড খাদ্য পণ্য, কক্সবাজারের শুটকি, মাছের চিপস, হাতের কাজের বিভিন্ন ক্লোদিং আইটেম, শতরঞ্জি, চামড়াজাতপণ্যসহ নানা ধরনের পণ্যের সমাহার রয়েছে আনন্দমেলা এসএমই ফেয়ারে।

ইউএনডিপি কর্তৃক আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করতে পেরে উদ্যোক্তারাও বেশ আনন্দিত

২৪ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা, যা সকলের জন্য উম্মুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here