নারী ফ্যাশন সামগ্রী নিয়ে ২৫ জুন থেকে রাজধানীর উত্তরা হোয়াইট হলে চলছে ১৫ দিনের উদ্যোক্তা মেলা। মেলা শেষ হবে আগামী ৯ জুলাই। সকাল ১০টা থেকে মেলা চলছে রাত ৮টা পর্যন্ত।
মেলার আয়োজক গাজী রহমান উদ্যোক্তা বার্তাকে বলেন, তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্য সাধারণ মানুষের কাছে প্রদর্শনের পাশাপাশি তাদেরকে আরো উৎসাহী করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

উদ্যোক্তা সালমা আক্তার কান্তা বলেন, ‘এ প্রজন্মের তরুণ-তরুণীরা আগামী দিনের ভবিষ্যৎ। এ ধরনের মেলা তরুণদেরকে তাদের নিজেদের প্রতি আস্থা তৈরি করতে এবং তাদের আগামী দিনের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে একটা উন্নত দেশ গড়ার লক্ষ্যে পৌঁছে দেবে বলে আমরা আশা করছি।’

মেলা ঘুরে দেখা গেছে, উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য ছাড়াও ফ্যাশনের নানা অনুষঙ্গ নিয়ে সাজিয়েছে স্টল। মেলায় দেশি-বিদেশি শাড়ি, সালোয়ার কামিজ, জুয়েলারি, লেডিস পাঞ্জাবি, সুতি ও ব্লক প্রিন্টের থ্রিপিস, শো-পিস ও নারীদের নিত্যব্যবহার্য পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে বাহারি খাবারের বিভিন্ন স্টল।
মেলায় মোট ২০টি স্টল রয়েছে।
মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা