জমজমাট বাণিজ‍্য মেলা

0

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ জমে উঠেছে। হালকা শীতে পরিবার পরিজন নিয়ে বাণিজ্য মেলায় ভিড় করছেন সব বয়সের মানুষ। নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ বাণিজ্য মেলায় গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনছেন। কিছু কিছু ষ্টল ইতোমধ্যে তাদের পণ্যে মূল্যছাড় দেওয়া শুরু করেছে।

মঙ্গলবার ( ১৭ জানুয়ারী) বাণিজ্য মেলায় গিয়ে দেখা যায় প্রচুর লোকসমাগম। গেলো বছরের মতো এবারের বাণিজ্য মেলা ঢাকার উপশহর পূর্বাচলে বিশাল জায়গা জুড়ে মেলা অনুষ্ঠিত হওয়ায় ক্রেতারা খুশি।

মেলার উদ্বোধনের পর দুদিন ক্রেতাদের ভিড় তেমন ছিল না। তৃতীয় দিন থেকে দর্শনার্থীদের উপচে পরা ভিড় লক্ষ্য করা যায়। তবে বাণিজ্য মেলায় আগতদের সমাগম ঘটে দুপুরের পর থেকে। এবার নারীদের ভিড় অন্য বছরগুলোর তুলনায় অনেকটাই বেশি।

পরিবার-পরিজন নিয়ে অনেকেই এসেছেন মেলায় পছন্দের জিনিস কিনতে। সবার হাতেই দেখা যায় প্লাস্টিক পণ্য, অ্যালুমিনিয়ামের গৃহস্থালি (ক্রোকারিজ) সামগ্রী, ইমিটেশনের গয়না, কসমেটিকস। প্রায় শুরু থেকেই ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ষ্টল মালিকরা।

কাঠ, প্লাইউডের আসবাব ও ইলেকট্রনিক পণ্যের ষ্টলেও ক্রেতাদের ভিড় লক্ষণীয়। মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা দেওয়ায় ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন।

বাণিজ্য মেলায় এবারে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে ইমিটেশনের গয়না, কসমেটিকস, শাড়ি, থ্রি-পিস ও জুতার স্টলগুলো।

মেলায় দেশি-বিদেশি ৩৩১ প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এরমধ্যে কয়েকটি প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন। গত বছরের চেয়ে এবার ১০৬টি স্টল বেড়েছে। বিদেশি ১০ দেশের ১৭টি স্টল রয়েছে এবার।

মেলায় যাতায়াতের সুবিধার জন্য গতবারের মতো এবারও বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭০টি বিআরটিসি বাস চলাচল করছে। এসব বাসের ভাড়া ৩৫ টাকা। মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলে।

১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আফসানা অভি,
উদ‍্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here