চলতি বছরের মধ্যেই বিডা ওএসএস থেকে ১৫০ বিনিয়োগ সেবা

0

চলতি বছরের মধ্যেই বিডা ওএসএস থেকে বিনিয়োগকারীদের ১৫০টি বিনিয়োগ সেবা দেওয়া হবে।

সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী সদস্য ড: খন্দকার আজিজুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র সাথে পাঁচটি সেবা প্রদানকারী সংস্থার সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এ কথা জানান।

দেশী বিদেশী বিনিয়োগকারীদের বিডা অনলাইন ওএসএস এর মাধ্যে আরো বেশি বিনিয়োগসেবা প্রদানের লক্ষ্যে বিডা’র কনফারেন্স কক্ষে বিডার অন-লাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে পাঁচটি সেবা প্রদানকারী সংস্থা- তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড, রাজশাহী পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ, প্রাইম ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের অনলাইন সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নের ফলে নয়টি বিনিয়োগসেবা বিডা ওএসএসে যুক্ত হবে।

সমঝোতা স্মারকে বিডার পক্ষে বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার (সচিব) মোঃ লুতফুল হায়দায় মাসুম, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষে তোফায়েল আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড), রাজশাহী পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষের পক্ষে মো আল্লা হাফিজ (উপব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা), প্রাইম ব্যাংক লিমিটেডেরর পক্ষে শামস আবদুল্লাহ মুহাইমিন, (উপ ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক লিমিটেড) এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষে তারেক রেফাত উল্লাহ খান, (উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং, ব্র্যাক ব্যাংক লিমিটেড) স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন মিয়া বলেন, ২০০৯ সালের পর থেকে বহিঃবিশ্ব বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ইতোমধ্য বাংলাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল, ১৯টি হাইটেক পার্ক, গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছে। গত বছর বাংলাদেশে প্রথম বারের মতো আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ও এ বছর মার্চ মাসে বাংলাদেশ বিজনেস সামিট অনুষ্ঠিত হয়। এ বছর নভেম্বর মাসে বাংলাদেশে প্রথমবারের মতো কমনওয়েলথ সামিট অনুষ্ঠিত হবে যা আমাদের জন্য মাইলফলক। কোভিড প্যান্ডামিকের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হলেও গত বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে এসেছে রেকর্ড বৈদেশিক বিনিয়োগ। যার পরিমাণ প্রায় ৩.৪৮ বিলিয়ন মার্কিন ডলার। কারণ বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগের অন্যতম ঠিকানা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পরে প্রধানমন্ত্রী আমাদের সামনে ডিজিটাল বাংলাদেশ ভিশন তুলে ধরেছেন, যা বাস্তবনের জন্য আমাদের অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন। আর বিনিয়োগ আকর্ষণের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস ও ভারত। যে ধরনের বিনিয়োগ সেবা ভিয়েতনাম ৩৫ দিনে, ইন্দোনেশিয়া ৫০ দিনে ও ভারত ৬০ দিনে দেয় সেই ধরনের বিনিয়োগ সেবা বিডা ৪০ দিনের মধ্যে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। এজন্য আমরা সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসাবে বিডা ওএসএসের সাথে অন্য বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করছি, যাতে বিনিয়োগকারী ঘরে বসে বিডা ওএসএসের মাধ্যমে শুরুমাত্র একবার তথ্য প্রদান করে সব ধরনের বিনিয়োগ সেবা পান, অন্য কোন অফিসে তার যাওয়ার দরকার নাই।

তিনি আরো বলেন, আজকের পাঁচটিসহ বিডা মোট ৪৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বর্তমানে বিডা ২৩টি প্রতিষ্ঠানের ৬৭ ধরনের সেবা বিডা ওএসএস এর মাধ্যমে প্রদান করে আসছে। আগামী তিন মাসের মধ্যে আমরা ৮০% বিনিয়োগ সেবা বিডা ওএসএসের মাধ্যমে প্রদান করব এবং বছরের মধ্যেই ১৫০ বিনিয়োগ সেবা বিডা অনলাইন ওএসএস মাধ্যমে বিনিয়োগকারীদের প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য ড: খন্দকার আজিজুল ইসলাম বলে, উন্নত বাংলাদেশ গড়তে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের যাবতীয় বিনিয়োগ সেবা অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করতে হবে, এতে ডিলে বা দেরি করার কোন সুযোগ নেই, কারণ এটা জাতীয় উন্নয়নের ইস্যু, এবং আমাদের সবাইকে এক হয়ে তা বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে বিডা’র মহাপরিচালক মুজিব উল ফেরদৌস স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় বিডার অনলাইন ওএসএস সিস্টেমের উপর সার্বিক উপস্থাপনা প্রদান করেন ।

অনুষ্ঠানে বিডা’র বিডা’র সহকারী পরিচালক আবু জার গিফারী তমাল এর উপস্থাপনায়, অন্যানের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আঃ খালেক মল্লিক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক হুসনে আরা শিখা, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্, প্রাইম ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিন, ব্র্যাক ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, রাজশাহী ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো আল্লা হাফিজ, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here