৪র্থ আন্তর্জাতিক এসএমই মেলা বাংলাদেশ ২০১৯, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চট্রগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হলো আজ।
৩ দিন ব্যাপী এই আন্তর্জাতিক মেলা বিশ্ব দুয়ারে বাংলাদেশ এর এসএমই কে চেনাবার এক প্রয়াস।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড.মোঃ জাফর উদ্দীন মেলার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চট্রগ্রাম এ কে এম মহিউদ্দীন আজাদ, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ।
মেলায় আন্তর্জাতিক মানে উদ্যোক্তা, উদ্যোক্তা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার মোট ৬০ টি স্টল। এসএমই ব্যাংকিং খাতে সেবা দানকারী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্লাস্টিক শিল্প, চামড়া ও চামড়াজাতপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, প্যাকেজিং পণ্য, হালকা শিল্প, মাঝারি শিল্পের পণ্য, কৃষিজাত পণ্য, ফ্যাশন সামগ্রী, পোষাক এবং হস্তশিল্প জাত ফ্যাশন সামগ্রী নিয়ে ঝলমলে এক আন্তর্জাতিক মেলায় এসএমই ভুবন।
২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে ৩ দিন, সবার জন্য প্রবেশ উন্মুক্ত এবারের আন্তর্জাতিক এসএমই মেলা চট্টগ্রাম।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা