চট্টগ্রামে প্রথমবারের মতো তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো স্টার্ট–আপ টক চট্টগ্রাম প্রেজেন্টস চট্টগ্রাম স্টার আপ।
অনুষ্ঠানটি গত ৯ নভেম্বর দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩০০ তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আসা দেশ সেরা উদ্যোক্তা ও ব্যবসা পরিকল্পনাবীদরাও উপস্থিত ছিলেন সেখানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশন স্টার্ট–আপ বাংলাদেশের প্রতিনিধি দেওয়ান আদনান; ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু; যে সি আই ঢাকা এন্ট্রাপ্রেনিওরস এর ভাইস প্রেসিডেন্ট ও প্রগতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ ইবতিয়াজ জয়; সোলায়মান আলম শেঠ ম্যানেজিং ডিরেক্টর শেঠ প্রোপার্টিজ; বেসিসের ডিরেক্টর দিদারুল আলম সানি; তৌহিদ হোসেন সেক্রেটারি জেনারেল বাককো; এপ্রোজ পিয়ারের এমডি ও সিইও সাহেলা আবেদিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “উদ্যোক্তা হতে হলে নিজের আইডিয়া নিয়ে সততা আর নিষ্ঠার সাথে কাজ করতে হবে এবং কাজের মধ্য দিয়েই নিজের পরিচিতি অর্জন করতে হবে। তারা আরও বলেন, ” শুন্য থেকেই সবকিছু শুরু করতে হয়, এরমাঝে ব্যর্থতাও থাকে। এতে হতাশ হওয়া যাবেনা। নিজের প্রতি বিশ্বাস রেখে লক্ষ্যে স্থির থেকে উদ্যমী হয়ে এগিয়ে যেতে হবে।“
স্টার্ট–আপ টক চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, “চট্টগ্রাম স্টার আপ প্রজেক্ট আগামী ৬ মাসে তরুণ উদ্যোক্তাদের ফান্ডিং, মেন্টরিং এবং তাদের বিভিন্ন সহযোগী পার্টনারদের মাধ্যমে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরির মনোভাব তৈরিতে নিরলস কাজ করে যাবে।“
জেবুননেসা প্রীতি
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা