ঐক্যডটকমডটবিডির উদ্যোগে প্রথমবারের মতো সিএমএসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে ‘ডেজার্ট ফেস্ট ২০২১’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার রাজধানীর বনানীর দ্য ইনচেনটেড হোটেলে দিনব্যাপী এই ডেজার্ট ফেস্ট অনুষ্ঠিত হয়।
এই ফেস্টে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের নানান স্বাদের ভিন্ন রকম মিষ্টির সমাহার নিয়ে অংশগ্রহণ করেছেন।
মেলায় প্রায় ২০ রকম মিষ্টি, পিঠা, বগুড়ার আকবরিয়ার বিখ্যাত লাচ্ছা সেমাই, ঢাকার বানী’স ক্রিয়েশনের বিভিন্ন প্রকার কেকসহ বিভিন্ন রকম তিলের নাড়ু ছিল।
মেলাতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তারা ছাড়াও অংশগ্রহণ করেছেন আরো অনেক সিএমএসএমই উদ্যোক্তা।
এফএম প্লাস্টিকের স্বত্বাধিকারী গাজী তৌহিদুর রহমান উদ্যোক্তা বার্তাকে বলেন, এমন আয়োজনের জন্য ঐক্যডটকমডটবিডিকে ধন্যবাদ। এমন আয়োজনে আসলে আমরা সবাই এক হতে পারি। নিজেদের আইডিয়াগুলো শেয়ার করতে পারি। এটা আসলে একটা গেট টুগেদার হয়ে গেছে।
এনেক্স লেদারের স্বত্বাধিকারী মোস্তফা দীপু উদ্যোক্তা বার্তাকে বলেন, করোনার পর এমন ডেজার্ট ফেস্টের আয়োজন সত্যিই অসাধারণ। খুবই প্রাণবন্ত একটা ফেস্ট যেখানে সহকর্মীসহ নানান উদ্যোক্তাদের সঙ্গে দেখা হলো৷ ঐক্যডটকমডটবিডি সব সময়ই উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। উদ্যোক্তাদের কথা ভাবে। তাই তাদের জন্য শুভ কামনা।
সন্ধ্যায় কেক কেটে ডেজার্ট ফেস্ট সমাপ্ত ঘোষণা করা হয়।
পরে বিভিন্ন খাতের ২০ জন সিএমএসএমই উদ্যোক্তাদের সঙ্গে ঐক্যডটকমডটবিডির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা