উদ্যোক্তাদের উন্নয়ন এবং বাজার সৃষ্টিতে একসাথে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ঐক্য ফাউন্ডেশন

0

উদ্যোক্তাদের উন্নয়ন এবং এসএমই উদ্যোক্তাদের সরাসরি বাজার সৃষ্টি ও সম্পৃক্তকরণে একযোগে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং ঐক্য ফাউন্ডেশন।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং ঐক্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অপু মাহফুজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক মোঃ নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপ-মহাব্যবস্থাপক মোঃ রাকিব উদ্দিন খান, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম এবং ব্যবস্থাপক মোসাঃ নাজমা খাতুন। এছাড়াও ঐক্য ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এ এস এম মাহমুদুল হাসান খন্দকার, পরিচালক ও প্রধান হিউমান রিসোর্স ও অডিট বিভাগ আরিফুল হক।

অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকের আওতায় এসএমই ফাউন্ডেশন এবং ঐক্য ফাউন্ডেশন সিএমএসএমই উদ্যোক্তাদের উন্নয়নে যৌথভাবে নিম্নোক্ত কর্মসূচি বাস্তবায়ন করবে:
১. ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটে প্রধান উন্নয়ন সহযোগী হিসাবে ‘এসএমই ফাউন্ডেশন’ এর অংশগ্রহণ;
২. এসএমই উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে সহায়তা;
৩. নারী-উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে ডিএনসিসি – ঐক্য হলিডে মার্কেটে উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা;
৪. এসএমই ফাউন্ডেশন এর আওতাভুক্ত ক্লাস্টার সমূহের পণ্য হলিডে মার্কেটের মাধ্যমে সরাসরি বাজারে উপস্থাপন করা;
৫. সিএমএসএমই উদ্যোক্তাদের অর্থায়ন পেতে সহায়তা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের সম্পৃক্তকরণ;
৬. ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটের আয়োজন আরো ব্যাপক আকারে ছড়িয়ে দিতে লোজিস্টিকস সহায়তা ও পরামর্শ প্রদান;
৭. হলিডে মার্কেটের মাধ্যমে সারা দেশের উদ্যোক্তাদের সরাসরি বাজারে অংশগ্রহন নিশ্চিত করা;
৮. সিএমএসএমই উদ্যোক্তা সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করা;
৯. উদ্যোক্তাদের সর্ববৃহৎ অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি – কে আরো বেশি উদ্যোক্তা বান্ধব করে গড়ে তোলা;
১০. এছাড়াও ভবিষ্যতে আরো অনেক উন্নয়ন কার্যক্রম এক সাথে পরিচালনা করা।

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, ‘ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট চালুর মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তােদের জন্য বড় রকমের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। কারণ আমাদের এসকল উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরনে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখিন হয়।
এই সমস্যা দূরকরণে এই হলিডে মার্কেটের সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে এই মার্কেট ঢাকাসহ অন্যান্য শহরগুলোতে নিয়ে যাবো। আমরা আশা করি ঐক্য ফাউন্ডেশন এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে এক যোগে কাজ করার মাধ্যমে এসএমই সেক্টরে উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবো।’

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। ঐক্য ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়ানোর কারণে দেশের এসএমই উদ্যোক্তাদের আরো বেশি সেবা দেয়ার সুযোগ তৈরি হলো। এই সমঝোতা স্মারক শুধু কাগজে কলমে স্বাক্ষর করে ড্রয়ারে রেখে দিলাম তা নয়, ঐক্য ফাউন্ডেশনের মাধ্যমে উদ্যোক্তা এবং তাদের পণ্যের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমরা একটি বড় সুযোগ পাবো এবং সেটা আমরা কাজে লাগাতে চাই।’

ঐক্য ফাউন্ডেশন এর পক্ষে পরিচালক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এ এস এম মাহমুদুল হাসান খন্দকার বলেন, ঐক্য ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, এসএমই ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ায় এই কার্যক্রমের গতি বাড়বে এবং বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো বলে মনে করি।’

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here