এখন থেকে হলিডে মার্কেটে স্টল ফি ৪৫০০

0

ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটে ঈদ উল আযহাকে সামনে রেখে প্রতি শুক্র ও শনিবার থাকছে ঈদ শপিং এর বিশেষ আয়োজন।

ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আগারগাঁও আইসিটি সড়কে হলিডে মার্কেটের ১৪টি আসর অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ দেশীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে ইতিমধ্যে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

আসন্ন ১৫তম সপ্তাহে উদ্যোক্তাদের ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা, হলিডে বই মেলা, প্লে জোন এ নতুন আনন্দ এবং পবিত্র ঈদকে সামনে রেখে ২৫% ছাড়ে স্টল বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট কর্তৃপক্ষ।

এখন থেকে হলিডে মার্কেটে ২দিনের জন্য অংশগ্রহণে স্টল ফি থাকছে ৪৫০০ টাকা।

ঈদ উপলক্ষে দেশসেরা এসএমই উদ্যোক্তারা তাদের তৈরি দেশীয় সব পণ্যের পসরা সাজিয়ে বসেন এই এসএমই হলিডে মার্কেটে। এর মধ্যে থাকে পাটজাতপণ্য, চামড়াজাতপণ্য, গৃহস্থালি পণ্য, শাড়ি, থ্রী পিস, হোম ডেকর আইটেম, জুয়েলারি, লেডিস ব্যাগ, জেন্টস আইটেম, খেলনা, হোম মেড খাবার, মশলা জাতীয় পণ্য, ফাস্ট ফুড, জুস কর্নার, নার্সারি, মিনি বই মেলা, কিডস আইটেমসহ সকল ধরনের পণ্যের স্টল আছে সাপ্তাহিক ছুটির দিনের এই মার্কেটে।

হলিডে মার্কেটে এসএমই উদ্যোক্তাদের হাজারো পণ্যের সমাহারের সাথে থাকছে মুখরোচক সব খাবার। বরাবরের মতো প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক আয়োজনসহ নানা ধরনের অনুষ্ঠান।

আগামী ১৬ ও ১৭ জুন, ২০২৩ ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে কেনাবেচা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here