ঈদুল আজহাকে সামনে রেখে ইউনিক কালেকশনের দেশি-বিদেশি পণ্য নিয়ে মেলার আয়োজন করেছে ‘এক্সটিক ইভেন্টস’। আকর্ষণীয় ও বাহারি সব পণ্য নিয়ে মেলায় যোগ দিয়েছেন উদ্যোক্তারা।
সাতদিনের মেলা শেষ হবে বৃহস্পতিবার (৭ জুলাই)। রাজধানীর ধানমন্ডি কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত।
মেলার আয়োজক জিসান আহমেদ উদ্যোক্তা বার্তাকে বলেন, মেলা আয়োজনের লক্ষ্য অনলাইনের বাইরেও সবার ব্র্যান্ডকে পরিচিত করা। পাশাপাশি মেলায় ক্রেতারা পণ্য দেখে সরাসরি কিনতে পারেন যা তাদেরকে একটু বেশি স্বস্তি দেয়।
মেলা ঘুরে দেখা গেছে, ক্রেতারা যেসব পণ্য কিনতে পারছেন তার মধ্যে উল্লেখযোগ্য দেশীয় বস্ত্র ও তাঁতের শাড়ি, মসলিনের শাড়ি ও কুর্তি, চামড়ার জুতা ও ব্যাগ, হাতের তৈরি কামিজ, কসমেটিকস অ্যান্ড বিউটি প্রোডাক্টস, আর্টিফিসিয়াল চামড়ার জুতাসহ চামড়াজাত পণ্য, স্টেশনারি, দেশী জুয়েলারি ও উপহার সামগ্রী।
এছাড়াও ঘরে তৈরি আচার, সুস্বাদু বিভিন্ন খাবার এবং ফাস্টফুডের সমাহার আছে মেলায়।
মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা