উপব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এসএমই ফাউন্ডেশনে

0

এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদের মৃত্যুতে ‘শোক বার্তা’ জানিয়েছে সংগঠনটি । 

এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদ ১০ অক্টোবর ২০২৪ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অফিসিয়াল দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সালাহউদ্দিন মাহমুদ চাকরি জীবনে অত্যন্ত কর্তব্যপরায়ণ, দক্ষ, নিষ্ঠাবান ও সদালাপী কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা সন্তান, বহু আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সালাহউদ্দিন মাহমুদের অকাল মৃত্যুতে এসএমই ফাউন্ডেশন গভীর শোক প্রকাশসহ তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, সালাহউদ্দিন মাহমুদ ৪ জানুয়ারি ১৯৬২ ঢাকার চালাবন, দক্ষিন খান এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২১ জানুয়ারি ১৯৮৬ বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮৪ ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন। সালাহউদ্দিন মাহমুদ ০১ নভেম্বর ২০২১ এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক (চুক্তিভিত্তিক) পদে যোগদান করেন। ফাউন্ডেশনে যোগদানের পূর্বে সর্বশেষ তিনি শিল্প মন্ত্রণালয়ে ২৯ মার্চ ২০১৮ হতে ৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৯-২০২১ পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here