বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (BWCCI) এর আয়োজনে ও ব্রিটিশ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় গত ২৭ মার্চ (বুধবার) হোটেল ওয়ারিসনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা শুরু করেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রাজশাহী এর সভাপতি জোনাকী হক। সাথে ছিলেন প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ নূরউন নবী।
নারীদের আর্থিক ভাবে স্বাবলম্বী ও উদ্যোক্তা করার লক্ষ্যে রাজশাহীতে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীদের সামনে এগিয়ে নিয়ে সুদক্ষ্য উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান জোনাকী হক। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক যাবতীয় সকল বিষয়ে হাতে কলমে শেখানো হবে।
রাজশাহী, সিলেট, খুলনা, রংপুর মোট চারটি জেলায় এক যোগে এ প্রশিক্ষণটি দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে ঢাকায় উদ্যোক্তাদের জন্য মেলার আয়োজন হবে বলে জানানো হয়।

২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে। রাজশাহী জেলা’র মোট ৩০ জন নারী উদ্যোক্তা বিভিন্ন ব্যবসার উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন।
রাজশাহী থেকে রাইদুল ইসলাম শুভ
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা